বাহক নিউজ় ব‍্যুরো: অপেক্ষার অবসান। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’। ২০১৯ সালে ছবি তৈরীর কথা ঘোষণা করা হয়েছিল, ছবি মুক্তির কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনা পরিস্থিতিতে বার বার পিছিয়ে গিয়েছে ছবির মুক্তি। কেবল ‘ধর্মযুদ্ধ’ নয় মুক্তির দিন ঘোষণা হলেও পিছিয়ে গিয়েছে রাজের তৈরি অপর ছবি ‘হাবজি গাবজি’। অবশেষে ২০২২ সালের ২১ শে জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘ধর্মযুদ্ধ’।

ধর্মযুদ্ধ ছবিতে রাজনীতির ছোঁয়া রয়েছে রয়েছে। রয়েছে ধর্ম নিয়ে কাটাছেঁড়াও। বিধানসভা নির্বাচনের আগের ছবি মুক্তির পরিকল্পনা করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু করোনি পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। বারবার মুক্তির দিন ঘোষণা হয়েও পিছিয়ে গিয়েছে একাধিক ছবির। অবশেষে মুক্তি পাচ্ছে ‘ধর্মযুদ্ধ’।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই ছবির অন্যতম ভূমিকায় রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত। কিন্তু চলতি বছরে প্রান কেড়েছে তাঁর ।কিডনি বিকলের ফলে মৃত্যু হয়েছে অভিনেত্রী স্বাতীলেখার। তাঁর মৃত্যুর পর রাজ বলেন, স্বাতীলেখাকে এই ছবি না দেখাতে পারার আফসোস তাঁর রয়ে যাবে চিরকাল।

‘পরিণীতা’ ছবি থেকেই নিজের জঁরা থেকে বেরিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালনায় পরিবর্তন এনেছেন রাজ‌ও। ‘ধর্মযুদ্ধ’ ছবিতেও বড় পরিবর্তন রয়েছে শুভশ্রীর লুকেও। শুভশ্রী ছাড়াও এ ছবিতে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক, পার্নো মিত্র ঋত্বিক চক্রবর্তী ,সোহম চক্রবর্তী। এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে সপ্তর্ষি মৌলিককে।