Bahok News Bureau: খবরের কাগজে চোখ রাখলেই উঠে আসে ডিজিটাল জালিয়াতি (Digital Fraud) হওয়ার খবর। দীর্ঘদিন ধরে ডিজিটাল জালিয়াতির খপ্পরে পড়ে লক্ষ লক্ষ টাকা লুট হওয়ার খবর নিশ্চই শুনে থাকবেন। কিংবা নিজেও হয়তো এই ধরনের জালিয়াতির চক্করে পড়েছেন। এবার ডিজিটাল জালিয়াতি রোধ করতে ৭০ লক্ষ মোবাইল নম্বর সাসপেন্ড (Banned) করা হয়েছে। যেখানে এই সমস্ত নম্বর গুলি সন্দেহজনক লেনদেনের সঙ্গে জড়িত ছিল বলে জানা যাচ্ছে।
সাসপেন্ড ৭০ লক্ষ মোবাইল নম্বর (70 Lakh mobile number suspended)
গত মঙ্গলবার আর্থিক সাইবার নিরাপত্তা এবং বেড়ে চলা ডিজিটাল পেমেন্ট জালিয়াতি কম করার জন্য একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে অর্থনৈতিক বিষয়ক বিভাগ, রাজস্ব বিভাগ, টেলিযোগাযোগ বিভাগ, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার উচ্চপদস্থ কর্মচারীগণ উপস্থিত হয়েছিলেন। বৈঠকের শেষে আর্থিক পরিষেবা সভাপতি বিবেক যোশী (Financial Services Secretary Vivek Joshi) বলেন, ডিজিটাল পেমেন্ট জালিয়াতি (Digital Fraud) ধরার জন্য ব্যাংগুলির সিস্টেম ও পদ্ধতিকে আরো শক্তিশালী করতে বলা হয়েছে।
যোশী আরো জানিয়েছেন যে, এ সংক্রান্ত আরো বেশ কতকগুলো বৈঠক করতে হবে। এই ইস্যু নিয়ে পরবর্তী বৈঠক জানুয়ারিতে হবে বলে জানিয়েছেন তিনি। আধার এনেবেল পেমেন্ট সিস্টেম (Aadhaar Enabled Payment System) জালিয়াতি নিয়েও এদিন তাঁকে কথা বলতে দেখা যায়। তিনি এ বিষয়ে রাজ্যগুলিকে দেখতে বলেছেন এবং ডেটা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন। এছাড়া এদিনের বৈঠকে জালিয়াতি রোধ করতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধানের কথাও বলেন তিনি।
উক্ত বৈঠকে ব্যবসায়ীদের কেওয়াইসি স্ট্যান্ডার্ডাইজেশন বিষয়েও আলোচনা হয়েছে। শুধু তাই নয় এদিনের বৈঠকে জালিয়াতির হাত থেকে বাঁচতে গেলে সচেতনতা তৈরি করতে হবে। সমাজকে সচেতন করতে পারলেই নির্বোধ গ্রাহকদের প্রতারণার হাত থেকে বাঁচানো সম্ভব। কিছুদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও (Finance Minister Nirmala Sitharaman) সাইবার জালিয়াতি (Cyber Fraud) রোধ করতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কথা বলেছিলেন।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।