বাহক নিউজ় ব্যুরো : সোমবার সন্ধ্যায় হঠাৎই চমক রাজ্য বিজেপিতে। নির্ধারিত সময়ের দুইবছর আগেই পরিবর্তন হয়ে গেল বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষের পরিবর্তে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করা হল। এরপর দিলীপ সংবাদমাধ্যমকে বলেন, “আমিই বলেছিলাম, দলে সাংগঠনিক পদে বদলের দরকার রয়েছে।”
অপসারিত হওয়ার সংবাদমাধ্যমকে তিনি আরো জানান, “রাজ্য পার্টি এগোচ্ছে। পশ্চিমবঙ্গে আমরা একটা ভূমিকায় ছিলাম। আমরা এখন মুখ্য বিরোধী দলের ভূমিকায় রয়েছি। সেই জন্য সমস্ত জায়গায় নতুন মুখ আনা প্রয়োজন। নেতৃত্বের ক্ষেত্রেও পরিবর্তনের দরকার রয়েছে। আমি ৬ বছর রাজ্য BJP সভাপতি পদে ছিলাম। ৬ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে দল যে দায়িত্ব দেবে তা পালন করবে। দলের সর্বভারতীয় সভাপতিকে আমিই বলেছিলাম দলে সাংগঠনিক পদে বদলের দরকার রয়েছে।”
বিজেপির নতুন রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি হয়েছেন দিলীপ ঘোষ। দলের জন্য তিনি ময়দানে নেমে দায়িত্ব সামলাবেন বলে জানিয়েছেন দিলীপ। তবে এই পদের গুরুত্ব কতটা সেই প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের একাংশ।
বিজেপি নেতা সায়ন্তন বসু জানিয়েছেন, “দলে সাংগঠনিক পদে পরিবর্তন খুবই স্বাভাবিক বিষয়। একটি নির্দিষ্ট বিষয় কেন্দ্রিক তা কোনওদিন হতে পারে না। নতুন রাজ্য বিজেপি সভাপতিকে অভিনন্দন জানাই।”