বাহক নিউজ় ব্যুরো: বুধবার পদত্যাগপত্র জন্য দেন তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষ। এ পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের প্রতিনিধি ছিলেন তিনি। এই পদত্যাগ প্রসঙ্গে চিঠিও লেখেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি জানান যে, তিনি এবার বাংলার হয়ে কাজ করতে চান, তাই পদত্যাগ করেছেন। অপরদিকে, এই বিষয়কে কেন্দ্র করেই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আর পাঁচটা দিনের মতোই নিউটাউনে ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অর্পিতা ঘোষের জায়গায় আসছে এবার নতুন লোক। পার্টির তরফে অর্পিতা ঘোষ সবকিছুই পেয়েছেন। ধীরে ধীরে এমপি হয়েছেন, জেলা প্রেসিডেন্ট হয়েছেন, আবার রাজ্যসভাতেও ছিলেন। এবার, পার্টিতে সুযোগ দেওয়া হচ্ছে নয়া রাজনৈতিক মুখকে। অন্য রাজ্য থেকে নতুন মুখ সুযোগ পাচ্ছে, তাই এবার তাঁকে পদত্যাগ করতে হল”।
অপরদিকে, এই প্রসঙ্গে, তৃণমূল সাংসদ সৌগত রায় বললেন, “এ সবকিছু সম্পর্কে আমি অবগত নই। অর্পিতাকে ফোন করা হলেও তিনি ধরেন নি। দলের অন্যান্য সাংসদদের যোগাযোগ করার চেষ্টা করতে বলেছি। তবে আমি দুঃখিত এ ব্যাপারে। অর্পিতা ভালো মেয়ে, লড়াকু মেয়ে। দলের প্রতিনিধি হিসেবে রাজ্যসভায় ভালো কাজ করেছিল। ওর পদত্যাগ করা নিয়ে আমি দুঃখিত। পদত্যাগের কারণ রাজনৈতিক হওয়া উচিত নয়”।
Published on Thursday, 16 September 2021, 12:38 pm | Last Updated on Thursday, 16 September 2021, 12:38 pm by Bahok Desk









