বাহক নিউজ় ব্যুরো: আচমকাই দলবদল করলেন বাবুল সুপ্রিয়। এই ঘটনাকে কেন্দ্র করেই এবার কটাক্ষপূর্ণ মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বললেন যে, বাবুল শিল্পী মানুষ, ভালো রাজনীতি করেন। একই সঙ্গে তাঁকে ‘পলিটিক্যাল টুরিস্ট’ বলেও আখ্যায়িত করলেন।
প্রায় ৭ বছর ধরে হাতে পদ্মফুল নিয়েছিলেন বাবুল সুপ্রিয়। সংগঠন থেকে তেমন কোনো পদ পান নি তিনি। বিষয়টি আরও প্রকট হয় বাবুলের হাত থেকে মন্ত্রিত্ব হাতছাড়া হওয়ার পরে। এদিকে, গুঞ্জন উঠতে থাকে যে, বিজেপির শীর্ষ নেতৃত্ব বাবুলের রাজনৈতিক প্রদর্শনে খুব একটা খুশি ছিলেন না। ফলত, ধীরে ধীরে অনেক ক্ষেত্রেই বাবুললে কোণঠাসা হতে দেখা যাচ্ছিল।
মন্ত্রিত্ব হারানোর প্রতিক্রিয়া তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেই দেখা গেছিল। যদিও তিনি একসময় লিখেছিলেন যে, তিনি সারাজীবন একটি দলকেই সাপোর্ট করেছেন এবং করবেন, তা হল রাজনীতিতে ‘বিজেপি’ এবং খেলায় মোহনবাগান। এসবেরই মাঝে, চলতি সপ্তাহে শনিবারে বিজেপি ত্যাগ করে তৃণমূল দলে আসেন তিনি। এই ঘটনা প্রসঙ্গে দিলীপ কটাক্ষ করে বলেন, “ওঁ শিল্পী মানুষ। উনি ভালো রাজনীতি করেন, সেটা করুন। আমি অনেকবার বলেছি বাবুল ভালো করে রাজনীতি করেন”।
Published on Sunday, 19 September 2021, 1:48 pm | Last Updated on Sunday, 19 September 2021, 1:49 pm by Bahok Desk









