
Table of Contents
Bahok News Bureau : উত্তরপ্রদেশের (UP) বাইরিয়াহি গ্রাম থেকে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। অসুস্থ ভাইয়ের প্রাণরক্ষার জন্য কিডনি (Kidney Donation) দিয়েছিলেন উত্তরপ্রদেশের এক নারী। অসুস্থ ভাইয়ের মুখে হাসি ফুটে ওঠার আগেই মিলিয়ে গেল দিদির আনন্দ। তাঁর স্বামীর কাছে সেই খবর পৌঁছাতেই সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি তাঁর স্ত্রীকে তালাক (Divorces Case) দিলেন। তাও আবার হোয়াটসঅ্যাপে। ন্যায় বিচার চেয়ে পুলিসের দ্বারস্থ হয়েছেন ওই গৃহবধূ। আসুন জেনে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল।
কি ঘটেছিল?
ভাইকে কিডনি দিয়ে বাঁচানোর(Kidney Donation) জন্য মহিলাকে তিন তালাক দেন তাঁর স্বামী৷ কিডনির বদলে বউয়ের ভাইয়ের কাছ থেকে টাকার দাবি করেছিলেন। তা না মেলায় সৌদি আরবে বসেই ফোনে স্ত্রীকে তিন তালাক দিলেন স্বামী ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডা (Gonda) জেলার ধনেপুর থানা এলাকায় অবস্থিত জৈতাপুরে৷ মূলত ২০১৯ সালে ভারতে তিন তালাক প্রথাকে বেআইনি এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল। তাই বিচারের দাবি জানিয়ে পুলিশের দারস্থ হয়েছেন ওই মহিলা৷
রিপোর্ট অনুযায়ী কি জানা গেলো?
রিপোর্ট অনুযায়ী জানা গেছে, ওই মহিলার নাম তরন্নুম। তিনি ওই গ্রামেরই বাসিন্দা৷ তাঁর স্বামীর নাম রশিদ৷ ২০ বছর ধরে তাঁদের বিবাহিত জীবন। সম্প্রতি তরন্নুমের ভাই শাকির খুব অসুস্থ হয়ে পড়েন৷ তিনি মুম্বইয়ের একটি হাসপাতালে চিকিৎসারত ৷ চিকিৎসকরা জানান, শাকিরের স্বাস্থ্যের অবনতি ঘটছে৷ তাঁকে বাঁচাতে গেলে দ্রুত কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। এমন সংকটজনক পরিস্থিতির মুখোমুখি হয়ে তরন্নুম নিজের ভাইকে কিডনি দানের সিদ্ধান্ত নেন৷ স্বামী ভাইকে কিডনি দানের অনুমতিও দেন তরন্নুমকে৷ সেই মতো প্রায় পাঁচ মাস আগে মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার করে কিডনি (Kidney) প্রতিস্থাপন হয়, কিন্তু এরপরেই বাধে গোল। অস্ত্রোপচারের পরে গোন্ডায় তাঁর শ্বশুরবাড়িতে ফিরে আসায় তরন্নুম অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়।
কিডনির বিনিময়ে ৪০ লক্ষ টাকা দাবি
চাকরির জন্য সৌদি আরবে (Saudi Arabia) বসবাসরত তাঁর স্বামী তাঁকে ভাইকে কিডনি দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি কিডনির বিনিময়ে ৪০ লক্ষ টাকা দাবি করেন। তরন্নুমের পরিবার সেই দাবি মেনে না নিলে রশিদ ৩০শে অগস্ট একটি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে তিন তালাক (Divorces Case) দিয়ে দেন ৷ এরপরেও তরন্নুম তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে থাকার চেষ্টা করেছিলেন, তবে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে সেখানে থাকতে দেননি। ক্ষুব্ধ হয়ে বিচার চেয়ে ধনেপুর থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
এএসপি কি বললেন?
এএসপি রাধেশ্যাম রাই তরন্নুমের দায়ের করা অভিযোগ নিয়ে জানান, পুলিশ ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে । ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।