Bhai Phota 2023: কেন ভাইয়ের কপালে চন্দন, দই এবং কাজলের ফোঁটা দেওয়া হয়? জানুন আসল কারণ, গ্রাফিক্স: বাহক
Bahok News Bureau: ভাইফোঁটা (Bhai Phota 2023) হলো বাঙালিদের বিভিন্ন উৎসবের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। আজকের প্রতিবেদনে ভাইফোঁটা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল।

ভাইফোঁটার শুভ সময় :

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাঙালির ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ভাইফোঁটা (Bhai Phota 2023)। এটি ভাই-বোনের অটুট বন্ধনের কামনায় পালিত একটি পবিত্র উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে বোনেরা এই রীতি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেন। চলতি বছর ভাইফোঁটার তিথি শুরু হয়েছে ১৪ই নভেম্বর, মঙ্গলবার। শুভ তিথি শুরু হয়েছে বেলা ২টো বেজে ৩৬ মিনিটে, যা সমাপ্ত হবে আজ অর্থাৎ ১৫ই নভেম্বর, বেলা ১টা ৪৭ মিনিটে।

ভাইফোঁটার রীতিনীতি :

এইদিন বাম হাতের কড়ি আঙুল দিয়ে ভাইয়ের কপালে চন্দন, কাজল, দই দিয়ে ফোঁটা দিয়ে একটি মন্ত্র বা ছড়া বলার রীতি রয়েছে। সেই মন্ত্র না বললে ভাইফোঁটা (Bhai Phota 2023) কার্যকরী হয় না। যমুনা তাঁর ভাই যমকে ফোঁটা দেওয়ার সময় ভাইফোঁটার এই ছড়া আওড়েছিলেন। সেই রীতিই এখনো বিদ্যমান। এই ভাইফোঁটার দিন বোনেরা তাদের ভাই -দাদাদের কপালে ফোঁটা পরিয়ে মন্ত্রোচ্চারণ করে তাদের মঙ্গল কামনা করেন। কিন্তু আপনি কি জানেন যে, এই তিনটি জিনিসের ফোঁটা দেওয়া হয় কেনো? আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।

চন্দনের কার্যকারিতা:

এটি বিশ্বাস করা হয় যে, কপালে চন্দনের টিপ মস্তিষ্ক ঠান্ডা রাখে। সেই সঙ্গে রয়েছে এর বহু গুণ, যেমন একাগ্রতা বাড়ানো, মন শান্ত করার পাশাপাশি ধৈর্য শক্তি বাড়ায় চন্দনের টিপ। বিভিন্ন হিন্দু অনুষ্ঠানে দেখা যায়, ভক্তদের কপালে চন্দনের টিপ বা তিলক। আসলে এর মাধ্যমে ঈশ্বরের প্রতি মন নিবিষ্ট রাখা যায়। চন্দনের এই গুণের জন্যই প্রাচীনকালে মুনি ঋষিরা কপালে তিলক আঁকতেন (Bhai Phota 2023)

দইয়ের কার্যকারিতা:

দইয়ের অনেক গুণ রয়েছে। হিন্দু ধর্মে দইকে শুভ বলে মনে করা হয়। তাই ভাইফোঁটায় (Bhai Phota 2023) অনেকেই দইয়ের ফোঁটা দেন ভাই এবং দাদাকে।

কাজলের কার্যকারিতা:

বিশ্বাস করা হয় যে, কাজল নজর কাটায়। তাই কুনজর থেকে রক্ষা করতেই ভাই বা দাদার কপালে কাজলের ফোঁটা দেওয়া হয় (Bhai Phota 2023)

আরও পড়ুন: Kalipuja: কবে, কীভাবে বঙ্গদেশে শুরু হলো কালীপুজো? কেন এই কালীপুজো দীপান্বিতা অমাবস্যায় করা হয়? রইলো মা কালীকে ঘিরে থাকা এমনই কিছু অজানা কথা

আরও পড়ুন: Jawaharlal Nehru Birthday: ‘ভারতকে এক সুতোয় বাঁধতে পারে উন্নয়ন’, কেন এমনটা ভেবেছিলেন নেহেরু?

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

আরও পড়ুন: KL Rahul: ট্রোলিংকে বুড়ো আঙুল দেখিয়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্রুততম সেঞ্চুরি করে নজির গড়লেন কে এল রাহুল!

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Wednesday, 15 November 2023, 7:00 am | Last Updated on Friday, 8 December 2023, 11:23 pm by Bahok Desk