Bahok News Bureau: কুকুরের সঙ্গে মানুষের একটি বিশেষ সম্পর্ক   রয়েছে ( Dogs Love with Human)।। এমনিতে কুকুরকে প্রভু ভক্ত বলা হয়। কারণ একটি কুকুর তার প্রভু বা মালিকের জন্য অনেক কিছু করতে পারে। মানুষের সঙ্গে কুকুরের বন্ধুত্ব বহুল প্রচারিত। অনেকেই কুকুর পোষ মানাতে ভালোবাসে। একটা সদস্যের মতোই কুকুরকে রাখেন মানুষ, এমনকি তাদের ভালো থাকার সব দিকটা খেয়াল রাখেন। কুকুরও প্রভুকে ভালো রাখে। কুকুর খুবই বিশ্বস্ত হয়ে থাকে এবং মালিকের বা প্রভুর মন খারাপ থাকলে, তা ভালো করার জন্য প্রচেষ্টা চালিয়ে যায়।

প্রভুকে হাসাতে চেষ্টা চালায় কুকুর: 

কুকুরের ঘ্রাণ শক্তি খুব প্রকর এটা সকলেই জানেন। তবে অনেকেই জানেন না কুকুরের অনুভূতিও থাকে। কুকুর তার ব্যবহারের মধ্যে দিয়ে দুঃখ ও খুশি ইত্যাদি প্রকাশ করে থাকে (Communication Between Dogs & Human)। কুকুর ও মানুষের সম্পর্ক নিয়ে গবেষণার অন্ত নেই। সম্প্রতি কুকুর নিয়ে এমনই এক গবেষণা উঠে এসেছে একটি ভিডিওর মাধ্যমে। যেখানে বলা হচ্ছে, কুকুর মালিকদের ভালো রাখার জন্য হাসানোর চেষ্টা চালিয়ে যায়। 

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কুকুর-মানুষের কথোপকথন নিয়ে প্রকাশ পেল নতুন গবেষণাপত্র:

কিছুদিন আগে @PetlabCo নামক একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। এই ভিডিওর মাধ্যমে মানুষের প্রতি কুকুরের অনুভূতি সম্পর্কে একটি গবেষণা প্রমোট করা হয়েছে। ভিডিওটি বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটির শুরুতেই বলা হচ্ছে, “তুমি কী জানো, তোমার কুকুর তোমাকে হাসানোর চেষ্টা করে”। হাঙ্গেরির এক বিশ্ববিদ্যালয়ের গবেষণায় কুকুর ও মানুষের সম্পর্ক নিয়ে এমনই এক তথ্য উঠে এসেছে। 

মানুষের মতো কুকুরের মধ্যে আবেগ-অনুভূতি কাজ করে: 

হাঙ্গেরির Eötvös Loránd বিশ্ববিদ্যালয় (Eötvös Loránd University in Hungary) থেকে “Emotional communication between dogs and humans” নামক একটি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে। এই গবেষণায় বলা হয়েছে কুকুরের দুঃখ ও আনন্দ সহ আরো অনেক অনুভিত বোধ রয়েছে। মানুষ এবং কুকুর একই ভাবে সামাজিক তথ্যের ব্যাখ্যা দেয়। কুকুরদের থেকে হাসির মতো আরো অনেক ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়। এছাড়া এই গবেষণায় শিশুর বিকাশ ও কুকুর পোষ মানানোর মধ্যে একটি যোগসূত্র আবিষ্কার হয়েছে। কুকুর পোষ মানার মধ্যে দিয়ে জটিল কমিউনিকেশনগুলিও সহজ হয়ে ওঠে। কুকুর কথা না বলতে পালরেও, ব্যবহারের মধ্যে দিয়ে অনেক কিছু বোঝাতে চায়। তাই আপনার কুকুর যদি আপনাকে হাসতে সাহায্য করে, তাহলে বুঝবেন আপনাকে ভালো রাখার (Dogs Love) জন্য তারা এটি করছে।

Suicide News: যুবতীর ঝুলন্ত মৃতদেহ কোম্পানীর কেবিনে! ‘আত্মহত্যা’ নাকি ‘খুন’?

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)