Donald Trump
Donald Trump: প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ডোনাল্ড ট্রাম্প! ঐতিহাসিক রায় আদালতের, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau : এই প্রথমবার আমেরিকার ইতিহাসে ঘটলো এমন নজিরবিহীন ঘটনা। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential Election 2024) লড়তে পারবেন না আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। গত মঙ্গলবার ট্রাম্পকে নির্বাচন লড়ার অযোগ্য বলে ঘোষণা করে কলোরাডো সুপ্রিম কোর্ট (Colorado Supreme Court)। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হোয়াইট হাউসে প্রবেশে অযোগ্য বলে ঘোষণা করা হলো। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।

কেন আদালত এমন সিদ্ধান্ত নিল?

মার্কিন (US) সংবিধানের একটি ধারায় উল্লেখ রয়েছে, বিদ্রোহের সঙ্গে জড়িত ব্যক্তিরা সরকারি পদে থাকতে পারবে না। সেই ধারা উল্লেখ করেই আদালত এই সিদ্ধান্ত জানিয়েছে। আসলে ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সংসদে হামলা চালিয়েছিল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। আসলে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে নিতে পারেননি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই হামলার পরিপ্রেক্ষিতেই ট্রাম্পকে ভোটে লড়ার অযোগ্য বলে ঘোষণা করে আদালত। মার্কিন আদালতের মঙ্গলবারের এই রায়ে সামনের বছর আমেরিকার প্রেসিনডেন্সিয়াল নির্বাচনে আর প্রার্থী হিসাবে ভোটে দাঁড়াতে পারবেন না ট্রাম্প।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

Donald Trump
Donald Trump: প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য ডোনাল্ড ট্রাম্প! ঐতিহাসিক রায় আদালতের, গ্রাফিক্স: বাহক

বিচারক কী বললেন?

আদালতে সাতজন বিচারকের মধ্যে চারজন এই রায়ের পক্ষে মত দিয়েছেন, তিনজন বিপক্ষে। এদিন ট্রাম্পের পক্ষে এক আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে, ক্যাপিটলে অশান্তির ঘটনা ততটাও গুরুতর নয় যে তাকে বিদ্রোহ বলা যাবে। কলোরাডোর ভোটারদের একাংশের করা মামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত আদালতের।

স্টিভেন চেয়ুংয়ের প্রতিক্রিয়া: 

ট্রাম্পের প্রচারের দায়িত্বে থাকা সংস্থা সিটিজেনস ফর রেসপনসিবিলিটি অ্যান্ড এথিকস ইন ওয়াশিংটনের (Crew) তরফে এই রায়কে পক্ষপাতদুষ্ট ও অগণতান্ত্রিক বলে উল্লেখ করা হয়েছে। এই রায়কে চ্যালেঞ্জ করে মার্কিন সুপ্রিম কোর্টে যাবে বলেও জানিয়েছে সংস্থাটি। ট্রাম্পের প্রচার বিভাগের মুখপাত্র স্টিভেন চেয়ুং (Steven Cheung) আদালতের এই রায়কে ত্রুটিপূর্ণ বলে বিচারকদের তীব্র সমালোচনা করেছেন।

প্রসঙ্গত, কলোরাডো সুপ্রিম কোর্টের এই রায় আপাতভাবে সামনের বছরের মার্চ মাসে প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে লড়ার ক্ষেত্রেই প্রযোজ্য হলেও এর প্রভাব নভেম্বর মাসে সাধারণ নির্বাচনের উপরেও পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেই নির্বাচনে লড়ার ক্ষেত্রে ট্রাম্পকে বড় বাধার সামনে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে।

Bus Accident: ভয়ংকর বাস দুর্ঘটনা উত্তরপ্রদেশের বাদাউনে! পলাতক শিশু বহনকারী স্কুল বাস চালক, জানুন বিস্তারিত

 

 

Angkrish Raghuvanshi – KKR: আইপিএলে অভিষেক হল এক অনামী ভারতীয় তারকার! ২০ লাখে কিনল কেকেআর, কে এই ক্রিকেটার? জানুন বিস্তারে

………………………………………………………………………………………………………………

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)