বাহক নিউজ় ব্যুরো: কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে OTT প্ল্যাটফর্মকে আবর্জনার স্তূপ বলেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। “এখানে এমন সব অপ্রয়োজনীয় শো দেখানো হয় , যেগুলো দেখার মতোই না”, এমনটাই বলেছিলেন অভিনেতা, সঙ্গে জানিয়েছিলেন ওয়েব দুনিয়ার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছেন তিনি।
এমন প্রতিভাবান অভিনেতাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আর দেখা যাবেনা ভেবে মনখারাপ হয়েছিল অনুরাগীদের। কিন্তু নিজের বক্তব্য থেকে ১৮০° ঘুরে জানালেন এমন কোনো সিদ্ধান্ত নেননি তিনি। তাঁর মন্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নওয়াজউদ্দিন জানান, তিনি কখনোই বলতে চাননি যে OTT প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়াচ্ছেন। বরং তাঁর বক্তব্যকে ভুল ভাবে ব্যাখা করা হয়েছে। আজ তিনি জনপ্রিয় অভিনেতা হিসেবে সাক্ষাৎকার দিতে পারছেন নেটফ্লিক্সের জন্যই।ওয়েব প্ল্যাটফর্মই তাঁকে আন্তর্জাতিক স্তরে পরিচিতি দিয়েছে। তাই ওয়েব দুনিয়া ছাড়ার প্রশ্নই আসছে না।
ওটিটি প্ল্যাটফর্মকে ‘আবর্জনা’ কেন বলেছিলেন তিনি? এ প্রসঙ্গে নওয়াজ এর উত্তর ‘আমি বিশেষ কিছু প্রযোজনা সংস্থার কথা বলতে চেয়েছি, যারা যা ইচ্ছা তাই বানিয়ে চলে যায় । সিরিয়ালে পরিণত হওয়া কোন চিত্রনাট্যে অভিনয় করতে চাইনা, সেই প্রেক্ষিতেই কথাটা বলেছিলাম।’
একসময় তার অভিনীত ‘সেক্রেড গেমস’ এর মতো শোকে ঘিরে ওটিটি প্ল্যাটফর্ম জনপ্রিয় হয়ে উঠেছিল ভারতীয় জনমানসে। আন্তর্জাতিক এমি আওয়ার্ডস সেরা অভিনেতা বিভাগে সম্প্রতি মনোনীত হয়েছিলেন নওয়াজ। আর সেটি তাঁর অভিনীত নেটফ্লিক্সের সিনেমা ‘সিরিয়াস মেন’এর জন্য । তবে নিন্দুকরা বলছেন ওটিটি ছাড়লে জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে ভেবেই ডিগবাজি খেলেন নওয়াজউদ্দিন।