বাহক নিউজ় ব্যুরো: ইন্ডিয়া বুক অফ রের্কডসে ১১২টি মাছের আঁশের উপর একে নাম তুললেন বাগনানের কল্যানপুরের বছর তিরিশের এক যুবক বাবুল মল্লিক। পেশায় একজন চেঙ্গাইল ল্যাডলো জুট মিলের অস্থায়ী কর্মচারী পাশাপাশি অঙ্কনের উপর প্রাইভেট টিউশন করেন বাবুল বাবু।
বাবুল মল্লিক কিছুদিন আগে ১১২টি মাছের আঁশের উপর নানান প্রাকৃতিক দৃশ্য আঁকেন। সেগুলির মধ্যে কোনও ব্যক্তি সাইকেল চালাচ্ছেন, একজন দোলনায় দুলছে, একসাথে দুজন বসে আছে এরকম প্রচুর ছবি এঁকে তাক লাগিয়ে দেন। সবথেকে আশ্চর্যের কথা এই ছবিগুলির আয়তন মাত্র ০.৫সেমি থেকে ২সেমি। পরবর্তীতে তিনি তাঁর এই সৃষ্টিগুলি ইন্ডিয়া বুক অফ রের্কডসে পাঠান। যেই আঁকার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কতৃপক্ষ থেকে তাঁর এই অভূতপূর্ব অঙ্কনের জন্য তাঁকে সম্মানিত করেন একটা মেডেল ,যেই বইয়ে বাবুল বাবুর নাম উঠেছে সেই বই ও সার্টিফিকেট পাঠানো হয়।
বাবুলবাবু ৯বছর বয়স থেকে এই অঙ্কন প্রশিক্ষণ নিচ্ছেন বর্তমানে মেছেদার নন্দলাল বসু মেমোরিয়াল স্কুল অফ আর্ট এর ছাত্র তিনি।বাবুল মল্লিকের পরিবারে বাবা,মা ও স্ত্রী আছে পরিবারের ছেলের এই সাফল্যে তারা সবাই খুশি।
তার সাফল্যের খবর পেয়ে তার বাড়িতে শুভেচ্ছা জানাতে হাজির হন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল ও সাবসীট গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ সাদ্দাম।
আরও পড়ুন – পাকিস্তানের কাছে দশ উইকেটে লজ্জার হার ভারতের
জীবন প্রথমবার এই ধরনের সংবর্ধনা পেয়ে খুব উল্লসিত বাবুল বাবু বলেন,ছোট বেলা থেকে অঙ্কনের নেশায় ডুবে থাকতাম কিন্তু কোনদিন ভাবতে পারিনি এই ধরনের সংবর্ধনা আমি পাবো, সংবর্ধনা দেওয়ার জন্য বাবুল মল্লিক ইন্ডিয়া বুক অফ রের্কডস কমিটি কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।