Khetri Nagar Drugs Case
Drugs Case: খেতড়ীতে উঠল বেআইনি মাদকদ্রব্য সরবরাহের অভিযোগ! গ্রেফতার ২, ঠিক কী ঘটেছিল?, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: গত বৃহস্পতিবার ঝুনঝুনুর খেতড়ী নগর (Khetri Nagar) পুলিশ অবৈধ মাদক (Drugs) সরবরাহের মামলায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ১১টি বাক্স মাদক ক্যাপসুল (Intoxicating capsules) উদ্ধার করেছে পুলিশ। আসুন জেনে নেওয়া যাক কি ঘটেছিল।

কী ঘটেছিল?

জানা যায়, খেতড়ী নগর এলাকায় অবৈধ সন্দেহজনক কার্যকলাপ বন্ধ করতে পুলিশ একটি বিশেষ অভিযান চালাচ্ছে। এদিকে বাবাই পুলিশ খবর পায় যে, খেতড়ী থেকে বাইকে করে দুই যুবক অবৈধ মাদক নিয়ে আসছিল। খবরের ভিত্তিতে পুলিশ বাবাইয়ের কাছে কালো বাইকটিকে থামানোর চেষ্টা করলে বাইক আরোহী যুবকরা বাইক ও ১১টি নেশাজাতীয় ক্যাপসুল ফেলে রেখে পালিয়ে যায়। এই সময় পুলিশ বাইকে রাখা ব্যাগে তল্লাশি চালালে তাতে অবৈধভাবে নেওয়া নেশাজাতীয় ক্যাপসুল ভর্তি বাক্স পাওয়া যায়। এরপর অভিযুক্তদের খোঁজে পুলিশের দল তাদের সম্ভাব্য আস্তানায় অভিযান চালায়। এসময় তারা বাদাউয়ের কাছে মোড়ে অভিযান চালিয়ে খড়কা তান থোয়াই এলাকার বাসিন্দা ধুদারামের ছেলে কুলদীপ ও বাঁশিরামের ছেলে মুকেশকে আটক করে অবৈধ মাদকের ক্যাপসুল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেও তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় পুলিশ তাদের আটক করে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

থানার আধিকারিক কী বললেন?

থানার অফিসার গোপাল সিং (Gopal Singh) বলেন যে, গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, তারা মাদকের ক্যাপসুল এনে গ্রামাঞ্চলের যুবকদের কাছে সরবরাহ করত, যেখান থেকে তারা মাদক ব্যবসা করে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করত। এই ব্যাপারে গ্রেফতারকৃত আসামীদের পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অপরাধের সাথে জড়িত অন্যান্য আসামীদের সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

প্রসঙ্গত, রাজস্থান পুলিশ অবিরাম জেলায় অবৈধ মাদকের (Illegal Drugs) বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। খেতড়ীতেও পুলিশ এমনই অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে কিনা এখন তা দেখার বিষয়।

International Anti-corruption Day 2023 : আজ ২১তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, কেন পালিত হয়? জানুন ইতিহাস ও তাৎপর্য

 

 

Central Government Policy : কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে সমস্ত WB Sales Representatives Union-এর বিক্ষোভ! কেন এই বিক্ষোভ? জানুন বিস্তারিত

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)