Dunki Trailer
'Dunki' Trailer: মুক্তি পেল ‘ডাঙ্কি’ ট্রেলার! বন্ধুত্বের হৃদয়গ্রাহী গল্প ফুটে উঠেছে এক ফ্রেমে, দেখুন ভিডিও, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত সিনেমা ‘ডাঙ্কি’। আর এই প্রতীক্ষার মাঝেই মুক্তি পেল ডাঙ্কি ছবির ট্রেলার (Dunki Trailer)। যেখানে সিনেমাটির বহু আলোচিত গল্পের আভাস মিলেছে। রাজ কুমার হিরানি পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২১ সে ডিসেম্বর। ছবিতে শাহরুখ খান (Shahrukh Khan) ছাড়াও তাপসী পান্নু (Taapsee Pannu), ভিকি কৌশল (Vicky Kaushal) সহ আরো অনেক কলাকুশলীদের দেখা যাবে।

প্রকাশ পেল ডাঙ্কি সিনেমার ট্রেলার (Dunki Trailer Release Today)

গত এক মাস আগে মুক্তি পেয়েছিল ‘ডাঙ্কি’ (Dunki) সিনেমার প্রথম টিজার। ডাঙ্কি: ড্রপ ১ (Dunki: Drop 1) নামে টিজারটি প্রকাশ করা হয়েছিল। এরপর ‘লুট পুত গায়া’ গান রিলিজের মধ্যে দিয়ে ডাঙ্কি ড্রপ ২ (Dunki: Drop 2) প্রকাশ করা হয়। তারপর ‘নিকলে দ্য কাভি হাম ঘর সে’ টাইটেল ট্র্যাক দিয়ে ডাঙ্কি ড্রপ ৩ (Dunki: Drop 3) প্রকাশ করা হয়। আজ এই ছবির ট্রেলার অর্থাৎ ডাঙ্কি ড্রপ ৪ (Dunki: Drop 4) প্রকাশ পেয়েছে। এই ট্রেলারের মধ্যে দিয়ে ডাঙ্কি ছবির গল্প দর্শকের সামনে উন্মোচন করা হয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

‘ডাঙ্কি’-হৃদয়গ্রাহী বন্ধুত্বের গল্প বলে (Dunki Trailer Main Story)

ডাঙ্কি ড্রপ ৪-এ প্রথমেই শাহরুখ খানের ট্রেন থেকে নামার দৃশ‍্য দেখানো হয়েছে। যেখানে হার্ডি অর্থাৎ শাহরুখ খানকে লাল্টু নামক রেল স্টেশনে নামতে দেখা যায়। হার্ডি পাঞ্জাবের একটি গ্রামে আসেন এবং সেখানে তার পরিচয় ঘটে মনু, সুখি, বুগ্গু এবং বাল্লির সঙ্গে। এই চার বন্ধু তাদের একটাই ইচ্ছা প্রকাশ করে যে, তারা ভালো সুযোগের এবং ভবিষ্যৎ আরো উজ্জ্বল করার জন্য লন্ডন যেতে চাওয়ার স্বপ্ন ভাগ করে নেয়। তারপর তারা জীবন পরিবর্তনের জন্য লন্ডনে যাত্রা করে। ট্রেলারে মধ্যে দিয়ে আবেগে ভরা এক হৃদয়গ্রাহী গল্প এক ফ্রেমে উঠে এসেছে, যেখানে চার বন্ধুর স্বপ্ন পূরণের যাত্রা দেখানো হবে।

আজ অভিনেতা শাহরুখ খান নিজের ইনস্টাগ্রামে ট্রেলারটি (Dunki Trailer) শেয়ার করে লিখেছেন, “ইয়ে কাহানি মে শুরু কি থি, লাল্টু সে! ইসে খাতাম ভি মেন হি করুঙ্গা… আপনে উল্লু দে পথন কে সাথ। ডানকির ট্রেলার আপনাকে একটি যাত্রা দেখাবে যা রাজু স্যারের সাথে শুরু হয়েছিল।” এর সাথে তিনি যোগ করেছেন, “ইন্তেজার খাতাম হুয়া, হ্যাশট্যাগ ডাঙ্কি ড্রপ ৪-এখনই আউট! ডাঙ্কি ২১ ডিসেম্বর, ২০২৩-এ বিশ্বব্যাপী সিনেমাহলে মুক্তি পাচ্ছে।”

রইল ভিডিও (Dunki Cinema Trailer Drop 4)-

 

Vidyasagar Setu: দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রণ আজ রাত থেকে, হঠাৎ কেন? যানজটের আশঙ্কার মাঝে বিকল্প রুটের ব্যবস্থা, জানুন বিশদে

 

 

 

Deepika Padukone 3rd Annual Academy Museum Gala 2023 look: ‘নীল গাউনে’ দীপিকা পাডুকোন! অভিনেত্রী নজরকাড়া লুক টেক্কা দিল হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যানকেও

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)