বাহক নিউজ় ব্যুরো: জাপানের ওইটা প্রদেশের একটি লন্ড্রি থেকে মহিলাদের অন্তর্বাস খুঁজে পাওয়া যাচ্ছিল না মাঝেমাঝেই। স্থানীয় বাসিন্দারা অন্যান্য জামাকাপড়ের সঙ্গে লন্ড্রিতে দিয়ে যেত অন্তর্বাসও। সবকিছু পাওয়া গেলেও মহিলাদের অন্তর্বাস প্রায়শই ফেরত দিতে পারতেন না লন্ড্রির মালিক, কারণ মহিলাদের অন্তর্বাস প্রায়ই হারিয়ে যেত। এই অদ্ভুত ব্যাপারটার সমাধান করতে গিয়ে ধরা পড়ে ‘অন্তর্বাস চোর’। আর তার বাড়িতে গিয়ে পুলিশ দেখে আরো ৭৩০টি অন্তর্বাস গুছিয়ে রাখা আছে ওই ব্যক্তির বাড়িতে।
এই শখের চোরের চুরির ঘটনা সামনে এনেছে একটি আন্তর্জাতিক সংবাদপত্র। ওই ব্যক্তি চুরি করা অন্তর্বাসগুলো বিক্রি না করে ঘরে রেখে দিত। মানুষের কত রকমের শখ থাকতে পারে সেটি এই ঘটনা থেকেই বোঝা যায়। টেটসুও উরাতা নামে অভিযুক্ত ছ’জোড়া মহিলা অন্তর্বাস চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। তখন পুলিশ তাকে আটক করে তার বাড়িতে তল্লাশি চালাতে যায়। সেখানে গিয়ে চক্ষু চড়কগাছ হয় পুলিশের। পুলিশ দেখে টেটসুওর বাড়িতে আরো ৭৩০টি অন্তর্বাস লুকোনো আছে।
আরও পড়ুন – স্কুলের প্রিন্সিপালকে গুলি করলো প্রাক্তন ছাত্র
মেঝেতে থাকা অন্তর্বাসগুলির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেয় স্থানীয় পুলিশ। এর আগে অবশ্য মহিলাদের আটজোড়া অন্তর্বাস চুরির ঘটনা প্রকাশ্যে এসেছিল। তবে এত বেশি সংখ্যক অন্তর্বাস চুরির ঘটনা এই প্রথম। এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মজা এবং নিন্দায় ঘটনাটি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
Published on Sunday, 3 October 2021, 12:12 pm | Last Updated on Sunday, 3 October 2021, 12:12 pm by Bahok Desk









