বাহক নিউজ় ব্যুরো: বদলে যাচ্ছে পৃথিবীর রং, নীলগ্রহের নীলচে আভা অনেকটাই কমে গেছে, বাড়ছে ‘লাল’ মিশ্রিত আভা। ২০ বছর আগে পর্যন্তও এই নীল গ্রহ বিচ্ছুরিত নীল রং-এ সেজে থাকতো। কিন্তু, পৃথিবীর সেই সাজসজ্জা আর নেই এবং ধীরে ধীরে জায়গা নিচ্ছে লালচে আভা। তবে, পৃথিবীর সাজসজ্জার এই পরিবর্তন মোটেই ইতিবাচক নয় পরিবেশের জন্য, এমনটাই জানিয়েছেন গবেষকরা।

সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে জিওফিজিক্যাল রিসার্চ লেটারে। এই গবেষণাপত্রে ভিত্তিতে জানা গেছে যে, বর্তমানে পৃথিবী থেকে বিচ্ছুরিত হওয়া আলোর পরিমাণ প্রতি বর্গ মিটারে হাফ ওয়াটেরও কম। বিজ্ঞানীদের দাবি দূষণই পৃথিবীটাকে উই পোকার মতো কুরে কুরে খাচ্ছে। যার ফলে পৃথিবীর পৃষ্ঠদেশ হয়ে যাচ্ছে ফ্যাকাশে, নীল রং-এর সাগর-মহাসাগরের ওপর পড়ছে দূষণের ধূসর প্রভাব।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

জানা গেছে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াই পৃথিবীর আভা পরিবর্তন হওয়ার একটি কারণ। পৃথিবীর এই তাপমাত্রা বেড়েছে দূষণের কারণেই। কারণ দূষণের কারণে পৃথিবীতে গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বেড়েছে। গ্রীন হাউস গ্যাস পৃথিবী থেকে তাপ বিচ্ছুরিত হতে দেয় না। অর্থাৎ গ্রীন হাউস গ্যাসের পরিমাণ যত বাড়বে, বিচ্ছুরিত তাপের পরিমাণও ততই হ্রাস পাবে এবং পৃথিবীর পরিমণ্ডল ততই উত্তপ্ত হবে। অর্থাৎ, জলবায়ুর নেতিবাচক পরিবর্তন দেখা দেবে।

আরও পড়ুন – মঙ্গলের পাথরে জলের চিহ্ন, তবে কী প্রাণ‌ও আছে??

গবেষকরা এও দাবি করেছেন যে, পরবর্তীকালে সাগর ও মহাসাগরের রং আর নীল থাকবে না। পৃথিবীর রং নীল দেখতে পাওয়ার একটি কারণ হল সমুদ্রে উপস্থিত ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব তথা ফাইটোপ্ল্যাংটন। এই ফাইটোপ্ল্যাংটনরাই সূর্য থেকে আগত দ্যুতির এক বিশেষ রং-এ শোষণ করে নেয়। এই কারণেই, সাগর ও মহাসাগরের রং নীল রং-এর মনে হয়। কিন্তু, বিশ্ব উষ্ণায়নের কারণে এই ফাইটোপ্ল্যাংটনরা প্রভাবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে প্রতিফলিত আলোর মাত্রাতেও। ফলে, পরবর্তীকালে বিভিন্ন সাগর ও মহাসাগরের রং নীল না থাকার সম্ভাবনা দেখা দিয়েছে।তাই এই ‘লাল’ মিশ্রিত আভা গবেষকদের মতে, বেশ উদ্বেগের।

Published on Saturday, 2 October 2021, 12:55 pm | Last Updated on Saturday, 2 October 2021, 12:58 pm by Bahok Desk