Bahok News Bureau: বেশিরভাগ মানুষই বর্তমানে অনলাইনে কেনাকাটা করতে বেশি পছন্দ করেন। অনলাইনে কেনাকাটা (Online Shoping) বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন জালিয়াতিও (Fraud/Scam)। প্রতারণার (Fraud) শিকার হয়ে টাকা খোয়াচ্ছেন অনেকেই।
এবার অনলাইনে জিনিস কিনতে গিয়ে. এমনই এক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এক মহিলা। তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়েছে প্রায় এক লক্ষ টাকা। আসুন জেনে নেওয়া যাক কি ঘটেছে ওই মহিলার সাথে।
কীভাবে হল এই ঘটনা?
সম্প্রতি, গড়িয়ার বাসিন্দা প্রিয়াঙ্কা চক্রবর্তী অনলাইনে কেনাকাটার একটি জনপ্রিয় ওয়েবসাইট (Website) থেকে একটি বিছানার চাদর অর্ডার দিয়েছিলেন, যা চলতি বছরের ১০ই নভেম্বর তাঁর কাছে ডেলিভার হওয়ার কথা ছিল। তিনি জানান যে, ৯ই নভেম্বর তাঁর কাছে মেসেজ আসে তাঁর অর্ডার করা ওই চাদরটি তাঁর কাছে পৌঁছে গেছে। তবে, তিনি সেই জিনিসটি তখনও পাননি। এরপর তিনি ওই ওয়েবসাইটের মতামতের জায়গায় লেখেন যে, তিনি তাঁর অর্ডার করা চাদর পাননি, অথচ তাঁর কাছে মেসেজে এসছে যে তিনি চাদরটি পেয়ে গেছেন।
এরপর ১১ই নভেম্বর তাঁর কাছে একটি ফোন আসে এবং ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে ওই অনলাইন ওয়েবসাইটের গ্রাহক সহায়তা কেন্দ্রের প্রতিনিধি (Customer Care Executive) পরিচয় দিয়ে বলেন যে, ওইদিন ভুলবশত চাদরটি অন্য জায়গায় চলে গেছে এবং তারা একটি লিঙ্ক পাঠাচ্ছেন। সেই লিঙ্কে মাত্র ছয় টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলেই সমস্যার সমাধান হবে। সেইমতো প্রিয়াঙ্কা তা করেন এবং ১২ই নভেম্বর তাঁর বাড়িতে চাদর পৌঁছেও যায়। এরপর ১৪ই নভেম্বর হঠাৎই ব্যাঙ্ক থেকে তাঁর কাছে ফোন আসে।
তাঁকে জিজ্ঞাসা করা হয়, তিনি কাউকে দুই দফায় ৯০ হাজার এবং ১০ হাজার টাকা দিয়েছেন কি না। তখন তিনি বলেন যে, তিনি তেমন কোনো লেনদেন করেননি, কিন্তু ব্যাঙ্ক জানায় যে, তাঁর অ্যাকাউন্ট থেকে ৯০ হাজার এবং ১০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। তখনই প্রিয়াঙ্কা বুঝতে পারেন যে, তিনি প্রতারণার (Fraud) শিকার হয়েছেন। এরপর তিনি বাঁশদ্রোণী থানা এবং রিজেন্ট পার্ক থানার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। সাইবার বিশেষজ্ঞের মতে, ওই মহিলার কাছে যে ফোন এসেছিল, সম্ভবত তা ওই অনলাইন ওয়েবসাইটের সরাসরি অধীনস্থ কাস্টমার কেয়ারের নয়। অনেক কল সেন্টার (Call Centre) থেকে তথ্য বিক্রি হচ্ছে। তেমন কোনো কল সেন্টার থেকে ওই মহিলাকে হয়তো ফোন করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Deepfake বিতর্ক : ডিপ ফেক নয়, এটা আমি!’ মোদীর ভাইরাল গরবা ভিডিও নিয়ে মুখ খুললেন মোদীর ডপেলগ্যাঞ্জার
পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩
পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯
PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩
ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।
এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।