বাহক নিউজ় ব‍্যুরো: দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলভাগের দেশ ইকুয়েডর। সম্প্রতি এক ভয়াবহ ঘটনার সাক্ষী হল এই দেশের একটি জেল। এই জেলের বন্দীদের মধ‍্যে হঠাৎ ভয়ানক সংঘর্ষ শুরু হয়। যার ফলে ১১৬ জন নিহত ও ৮০ জন গুরুতর আহত হয়েছেন।

তথ‍্যসূত্রে খবর , এই দেশের ৬০ টি জেলে প্রায় ২৯ হাজার বন্দী রয়েছে তা এবং তাদের বেশিরভাগ‌ই ড্রাগ পাচার চক্রের সাথে যুক্ত। এর ফলে নিজেদের আধিপত্যের জেরে প্রায়‌ই ওই দেশের জেলগুলিতে এমন ঘটনা ঘটতে থাকে। তবে এবারের সংঘর্ষের ঘটনা বিরল।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ইকুয়েডরের গুয়াকিল শহরের লিটোরাল জেলে এই ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষে কমপক্ষে ৫ জনের ধড়ের থেকে মাথা আলাদা হয়ে গেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে জেলের বন্দীরা একসেল থেকে আরেক সেলে বোম ছুঁড়ছে, একে অপরকে গুলি করছে।

এমনকি পুলিশ সেলগুলিতে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চাইলে তাদের‌ও আক্রমণ করা হয়। এক পুলিশ কর্তা জানিয়েছেন , জেলের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত সুড়ঙ্গ কেটে বিরোধী গোষ্ঠীর কাছে পৌঁছে গিয়েছিল বন্দীরা। তারা সংঘর্ষের সময় গ্রেণেড ব‍্যবহার করছিল। অবশেষে প্রায় ৪০০ জন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এই ঘটনার জেরে ইকুয়েডরের প্রেসিডেন্ট গুয়েরমো ল‍্যাসো জেলে জরুরী অবস্থা ঘোষণা করেছেন। এই ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে ওই জেলটিতে আন্তর্জাতিক মাদক পাচারকারীদের রাখা হত। দুই প্রতিদ্বন্দ্বী দলের মধ‍্যে প্রতিযোগীতাই সংঘর্ষের মূল কারণ।

Published on Friday, 1 October 2021, 6:06 pm | Last Updated on Friday, 1 October 2021, 6:06 pm by Bahok Desk