Elon Musk- Earn Money From Twitter: আয় করা যাবে টুইটারেও! এলন মাস্কের বড়ো ঘোষণা, কীভাবে পাওয়া যাবে টাকা? কারা পাবেন?, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: এবার মোটা অঙ্কের আয় করা যাবে টুইটারেও। স্বয়ং টুইটার কর্ণধার এলন মাস্ক (Elon Musk) এই খবর সুনিশ্চিত করেছেন। চলতি সপ্তাহে শনিবারে তথা ১০ই জুন তারিখে এলন মাস্ক নিজ অ্যাপের কনটেন্ট ক্রিয়েটরদের অর্থ উপার্জন (Content Creators Can Earn Money From Twitter) করার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। টুইটার কন্টেন্ট ক্রিয়েটররা কীভাবে এই টাকা পাবেন? কত টাকাই বা দেওয়া হবে? এই সমস্ত প্রশ্ন যদি আপনার মনে এসে থাকে দেরি না করে চট করে পড়ে ফেলুন এই প্রতিবেদন।

■ কীভাবে টাকা পাবেন টুইটার কন্টেন্ট ক্রিয়েটররা? (How To get Twitter Ads?)

সাধারণত আর পাঁচটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কন্টেন্টের মধ্যে অ্যাড তথা বিজ্ঞাপন দেওয়া হয়। এই বিজ্ঞাপন প্রদর্শন করার মাধ্যমেই আয় করে থাকেন কন্টেন্ট ক্রিয়েটররা। তবে এক্ষেত্রে একটু ভিন্নভাবে আয়ের সুযোগ পাবেন কন্টেন্ট ক্রিয়েটররা। যেখানে এলন মাস্ক আছেন, সেখানে আলাদা কিছু ঘটার সম্ভাবনা একটু বেশিই থাকে। এলন মাস্ক জানিয়েছেন, কন্টেন্টের রিপ্লাইয়ে প্রদর্শিত অ্যাড তথা বিজ্ঞাপনের মাধ্যমে টুইটার কন্টেন্ট ক্রিয়েটররা (Twitter Content Creators) অর্থ উপার্জন করার সুযোগ পাবেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

■ টুইটারে অ্যাডে কত টাকা পাওয়া যাবে?

নির্দিষ্ট হিসাব স্পষ্টভাবে না জানলেও টুইটারকোষের কথা জানিয়ে দিয়েছেন এলন মাস্ক। টুইটারের পেমেন্টের প্রথম ব্লকে ৫০ লক্ষ ডলার দেওয়া হবে। অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তিনি আলাদা করে ৫০ লক্ষ ডলারের ফান্ড তৈরি করে রেখেছেন। এর দৌলতে টুইটারের কন্টেন্ট ক্রিয়েটরদের আয় প্রায় ৪১ কোটি টাকার কাছাকাছি হবে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: Miss World 2023 India: মিস ওয়ার্ল্ড ২০২৩, দীর্ঘ ২৭ বছর পরে আয়োজিত হতে চলেছে ভারতে, কবে হবে? ভারতের প্রতিনিধিত্ব কে করবেন?

■ টুইটারে বিজ্ঞাপন পাওয়ার যোগ্যতা (Eligibility to get Twitter Ads):

১. টুইটারে বিজ্ঞাপন পাওয়ার জন্য টুইটার কন্টেন্ট ক্রিয়েটরদের অবশ্যই ভেরিফায়েড প্রোফাইল (Verified Profile) থাকতে হবে।
২. শুধুমাত্র ভেরিফায়েড অ্যাকাউন্টের মালিকরাই টুইটার বিজ্ঞাপন (Twitter Ad) পাওয়ার সুযোগ পাবেন।

■ টুইটারের বিজ্ঞাপন থেকে টাকা উপার্জন করার প্রক্রিয়া (How to Earn Money from Twitter Ads?):

১. টুইটারে বিজ্ঞাপন (Twitter Ads) পাওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়া বাধ্যতামূলক।
২. টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টের মালিকরা যে বিজ্ঞাপন দেখতে পাবেন, শুধুমাত্র সেই বিজ্ঞাপনই হিসাবের জন্য ধরা হবে।

■ এলন মাস্কের ঘোষণার নেতিবাচক দিক:

১. এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা খবর অনুযায়ী, সাধারণ টুইটার ব্যবহারকারীরা তথা সাধারণ টুইটার কন্টেন্ট ক্রিয়েটররা টুইটার অ্যাড থেকে অর্থ উপার্জন করতে পারবেন না।
২. সাধারণ টুইটার ব্যবহারকারী বা কন্টেন্ট ক্রিয়েটররা টুইটারের বিজ্ঞাপন দেখলেও, সেই বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন না টুইটার কন্টেন্ট ক্রিয়েটররা।
৩. এককথায়, টুইটার অ্যাড থেকে অর্থ উপার্জন করার জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের ভেরিফায়েড হওয়ার সঙ্গে বিজ্ঞাপনের দর্শকদেরও ভেরিফায়েড ব্যবহারকারী/ক্রিয়েটর হতে হবে।

আরও পড়ুন: World Ocean Day 2023 Theme, Significance & History: বিশ্ব সমুদ্র দিবস ২০২৩ থিম, তাৎপর্য ও ইতিহাস

■ টুইটার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ খবর:

ঠিক এমন সময়ে টুইটার অ্যাডের কথা ঘোষণা করা হয়েছে, যখন লিন্ডা ইয়াকারিনো (Linda Yaccarino) এই মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মের কামান হাতে নিতে চলেছেন। বিজ্ঞাপন ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে লিন্ডা ইয়াকারিনোর। মনে করা হয়েছে, তাঁর হাত ধরে টুইটার আরও লাভের মুখ দেখবে। তিনি আমেরিকার খ্যাতনামা মাল্টিন্যাশনাল টেলিকম ও মিডিয়া কংলোমেরেট কোমকাস্টের আমেরিকা মাল্টিন্যাশনাল মাস মিডিয়া ও এন্টারটেইনমেন্ট কংলোমেরেটের এনবিসি ইউনিভার্সাল মিডিয়ায় অ্যাড সেলস প্রধান ছিলেন। তিনি এই সংস্থা থেকে প্রায় ১২ বছর পরে ২০২৩ সালের ১২ই মে তারিখে পদত্যাগ করেন। লিন্ডা যেদিন সংস্থাটি থেকে পদত্যাগ করেন, সেদিনই এলন মাস্কের তরফে তাঁর নাম এক্স কর্প (X Corp. CEO) ও টুইটারের (Twitter CEO) সিইওরূপে ঘোষণা করা হয়।

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Saturday, 10 June 2023, 11:58 pm | Last Updated on Sunday, 11 June 2023, 9:54 pm by Bahok Desk