বাহক নিউজ় ব্যুরো : ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগর্ড’ বিভাগে প্রদর্শিত হল বাংলাদেশী সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি শেষ হওয়ার পর দর্শকরা দাঁড়িয়ে হাততালিতে সম্মানিত করল সিনেমাটিকে।

 

২৭ বছর পর কোনো বাংলা সিনেমা কান ফিল্ম ফেস্টিভ্যালের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে মনোনীত হয়েছিল। সিনেমাটির পরিচালনা করেছেন নবীন পরিচালক আব্দুল্লাহ মহম্মদ সাদ। নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তিনি একটি এমবিবিএস কলেজে পড়ান। সিনেমার শুরুর দিকেই দেখা যায় পরীক্ষা চলাকালীন কলেজের এক ছাত্রীকে নকল করতে দেখে ধরে ফেলে রেহানা এবং ক্লাস থেকে বের করে দেয়। এরপর কোনো এক সময়ে অন্য একটি ছাত্রীকে কলেজের শিক্ষকের রুম থেকে বিধস্ত অবস্থায় বেরোতে দেখে। ছাত্রীটির সাথে কী হয়েছিল, কে দায়ী, আদৌ দায়ী কিনা সমস্তটাই সুক্ষ রহস্যের জাল বোনে ধীরে ধীরে। সিনেমার একটা অংশে পরিস্থিতি এমন হয় যে তাকে কলেজ ছাড়তে বলা হয় নয়ত একটি অভিযোগ তুলে নিতে বলা হয়। পরিস্থিতির কাছে হার মানে না রেহানা। সিনেমার শেষ অংশে রেহানার মেয়ের ক্ষেত্রেও এরকম পরিস্থিতি আসে, যেখানে হয় তাকে স্কুলে পারফর্ম করতে দেওয়া হবে, নয়ত মাথা নত করতে হবে। কিন্তুু না, এবারেও নীতি আঁকড়ে অন্যায়ের কাছে হার মানে না রেহানা।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

 

সিনেমায় বাধন, কাজী সামি হাসান, সাবেরি আলম এমনকি ছোট্ট আফিয়া জাহিন জাইমা অনবদ্য অভিনয় করেছে। ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রায় নেই বললেই চলে। সিনেমাটোগ্রাফি, আর্ট ডিরেকশন প্রশংসনীয়। প্রতিটি শট ধরে ধরে বেশ কিছুক্ষণ ধরে দেখানো হয়েছে। পুরো সিনেমা জুড়ে একটা আকাশি টোন ব্যবহার করা হয়েছে গল্পের অন্তর্নিহিত অর্থ অনুযায়ী।

ছবির একটি মুহুর্ত

এটি একটি মহিলার আপোষহীন লড়াইয়ের গল্প, যে কোনোরকম পরিস্থিতিতেই অন্যায়ের সাথে আপোষ করেনা। এরকম শিক্ষিকা, এরকম মা, সর্বোপরি এরকম মানুষদের সংখ্যা যত বাড়বে, ততই সুস্থ, স্বাভাবিক হবে সমাজ। পরিচালকের এরকম ভাবনাকে কুর্নিশ জানাচ্ছে কান সহ অন্যান্য ফিল্ম ফেস্টিভ্যাল গুলো। বাংলাদেশে এই ছবিটি অক্টোবর মাসে মুক্তি পাবে বলে আশা করা যায়।

Published on Wednesday, 18 August 2021, 6:02 pm | Last Updated on Wednesday, 18 August 2021, 8:10 pm by Bahok Desk