বাহক নিউজ় ব‍্যুরো: প্রয়াত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারে মা অরুণা ভাটিয়া। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। মুম্বাইয়ের হীরনন্দানি হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি ছিলেন তিনি। এরপর বুধবার সকালে তাঁর মৃত‍্যু হয়। অক্ষয় নিজেই নেটমাধ‍্যমে তাঁর মৃত‍্যু সংবাদ জানিয়েছেন।

ফেসবুকে তিনি লেখেন “আমার মা আমার শিকড় ছিলেন। আমি এই বেদনা সহ‍্য করতে পারছি না। আমার মা আজ এই পৃথিবী ছেড়ে আমার বাবার সাথে অন‍্য জগতে মিলিত হলেন। আপনাদের প্রার্থনা আমার পাথেয়।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

উল্লেখ্য অক্ষয় কুমারের মা অসুস্থতার কারণে যখন হাসপাতালে ভর্তি হন , তখন অক্ষয় দেশে ছিলেন না। মায়ের অসুস্থতার খবর পেয়ে সোমবার সকালে দ্রুত ইংল‍্যান্ড থেকে মুম্বাইয়ে ফেরেন তিনি। অক্ষয় তাঁর আসন্ন ছবি ‘সিন্ডারেলা’র শুটিং এর জন‍্য ইংল‍্যান্ডে ছিলেন গত কয়েকসপ্তাহ ধরে। শুধুমাত্র মায়ের জন‍্য‌ই তড়িঘড়ি দেশে ফেরেন তিনি কিন্তু শেষরক্ষা হলনা।

এই মুহূর্তে ‘সিন্ডারেলা’ ছাড়াও আরো বেশ।কিছু ছবিতে অভিনয় করছেন অক্ষয়। সেগুলোর মধ‍্যে উল্লেখযোগ্য হল ‘রক্ষাবন্ধন’, ‘সূর্যবংশী’, ‘রামসেতু’, ‘বচ্চন পান্ডে’। অক্ষয়ের এই কঠিন সময়ে তাঁর ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাঁর পরিচিতরা।