বাহক নিউজ় ব্যুরো: রক্তচাপজনিত সমস্যার কারণে হৃদগরোগে আক্রান্ত হন সায়রা বানু। তাঁকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। তবে আজ সকালে অবস্থার অবনতি ঘটলে, তাঁকে দ্রুত ICU তে স্থানান্তরিত করা হয়।
গত জুলাই মাসেই সায়রা বানুকে ছেড়ে অনন্তলোকে পাড়ি জমান বলিউডের ট্রাজেডি কিং দিলীপ কুমার। দিলীপ বাবুর মৃত্যুর দু মাস কাটতে না কাটতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন দিলীপ জায়া। তার অসুস্থতার খবরে উদ্বিগ্ন বলিমহল।
পরিবার সূত্রে জানা গিয়েছে গত বেশ কয়েকদিন ধরেই শরীর ভালো ছিল না সায়রা বানু। বিশেষ করে গত পাঁচ দশকের সঙ্গীর মৃত্যুতে আরো বেশি করে ভেঙে পড়েছিলেন তিনি। ১৯৬৬ সালে দিলীপ কুমারের সাথে বিয়ে হয় ২২ বছরের ছোটো সায়রার। দাম্পত্য জীবনে কোনো সন্তান না আসলেও একে অপরকে আগলে রাখতেন দুজনেই।
গত ৫৪ বছরের সঙ্গীর চলে যাওয়াই নাড়িয়ে দিয়েছিল সায়রা বানুকে। সেই থেকেই অসুস্থতার সূত্রপাত বলে তাঁর পরিবারের দাবী। এই মুহূর্তে তার দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে।
Published on Wednesday, 1 September 2021, 11:19 pm | Last Updated on Wednesday, 1 September 2021, 11:19 pm by Bahok Desk









