বাহক নিউজ ব‍্যুরো: অভিনেতা আরমান কোহলির বাড়ী থেকে মাদক উদ্ধার করল নারকোটিক্স কন্ট্রোল ব‍্যুরো। আপাতত জিজ্ঞাসাবাদের জন‍্য বিগবস খ‍্যাত এই অভিনেতাকে নিয়ে যাওয়া হয়েছে NCB -র দফতরে।

শুক্রবার‌ই টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিত কে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। এরপর শনিবার সন্ধ‍্যায় আরমানের মুম্বাইয়ের ফ্ল‍্যাটে তল্লাশি চালানো হয়। আরমানের কাছে কতটা পরিমাণ মাদক মিলেছে তা এখনো জানা যায়নি।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এন সি বি-র আঞ্চলিক অধিকর্তা (মুম্বাই) সমীর ওয়াংখেড়ে বলেছেন ” তল্লাশির পর এন সি বি যে প্রশ্ন করেছিল আরমান কোহলি তার অস্পষ্ট উত্তর দিয়েছেন। তারপর জিজ্ঞাসাবাদের জন‍্য তাঁকে এন সি বি -র দফতরে নিয়ে যাওয়া হয়েছে।”