অবশেষে মুক্তি পেলো তামিল অভিনেতা অজিত কুমার এর বহু প্রতীক্ষিত ছবি ‘ভালিমাই’ এর পোস্টার।
স্বভাবতই তাঁর অভিনয়ের ভক্তরা ভীষন উত্তেজিত আগত সিন্মেয়ার এই মোশন পোস্টার রিলিজ হতে দেখে। বিভিন্ন চ্যানেলে, কাগজে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে এই পোস্টারের লুক নিয়ে।
তবে শোনা যাচ্ছে এই ছবিতে অজিত একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে তার বিপরীতে নায়িকা হসাবে অভিনয় করবেন হেমা কুরেশি। এখন দেখার ছবি কেমন সাড়া ফেলে ।
Published on Monday, 12 July 2021, 12:38 am | Last Updated on Monday, 12 July 2021, 2:08 pm by Bahok Desk









