সোশ্যাল মিডিয়া খুললেই আমরা বিভিন্ন ধরনের পোস্ট প্রায় দেখতে পাই যেখানে বিভিন্ন চাকরির বিজ্ঞাপন দেয়া থাকে। কিন্তু এগুলো বেশির ভাগ টাই থাকে ভুয়ো পোস্ট।

এবার সামনে এলো এক নতুন কান্ড। ভুয়ো চাকরির বিজ্ঞাপনে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি। সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর ছবি দেওয়া একটি পোস্ট দেখা গেছে, যেখানে একটি চাকরির বিজ্ঞাপন দেওয়া। এই পোস্টটি অভিনেত্রীর চোখে পড়তেই তিনি পোস্টটি ভুয়ো বলে জানিয়েছেন নেটদুনিয়ায়।
এখন সোশ্যাল মিডিয়ায় রোজকারের পথ খুঁজে পেতে এরকম অনেক পোস্ট দেখতে পাওয়া যায়। কিন্তু এইরকম পোস্টের আড়ালে বেশীরভাগই থাকে প্রতারণা ও জালিয়াতির জাল। বর্তমান দিনে প্রতিনিয়ত মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তার উপর আবার এভাবে অভিনেত্রীর ছবি দিয়ে পোস্ট যেন এই জালিয়াতিকে এক অন্য মাত্রা যোগ করেছে।
তাই এই ভুয়ো পোস্ট টি শুভশ্রীর নজরে আসতেই সবাই কে সতর্ক করলেন তিনি।
ফেসবুকের ওই ভুয়ো পোস্টটির ক্রিনশট দিয়েছেন অভিনেত্রী। যেখানে লেখা আছে, “সকল ফেসবুক ব্যবহারকারি দের জন্য ইনকামের সুযোগ। ঘরে বসে আপানার মোবাইলের মাধ্যমে কোনোরকম ইনভেস্ট ছাড়াই ফেসবুকে ১-২ঘন্টা কাজ করে ৫০০০-৫০,০০০টাকা ইনকাম করুন।কাজটি কিভাবে শুরু করতে হবে তার জন্য এক্ষুনি join লিখে মেসেজ করুন।”
আর এই পোস্টটি শেয়ার করে শুভশ্রী লিখেছেন ‘দয়া করে পোস্টটি এড়িয়ে চলুন’ প্রতারণার হাত থেকে মানুষ কে সচেতন করতে অভিনেত্রীর এই পোস্ট মন কুড়িয়েছে অনেকেই।
এই পোস্ট শেয়ার করায় অভিনেত্রী কে ধ্যনবাদ জানিয়েছেন অনেকেই।

রিয়া দুয়ারী