বাহক নিউজ় ব্যুরো: তালিবান সশরীরে আফগানিস্তানে বিরাজমান। চারিদিকেই শুধু ত্রাসের সঞ্চার এবং ত্রাহি ত্রাহি রব করে বাঁচতে মরিয়া মানুষের ছোঁটাছুটি। কাউকে চলন্ত বিমানে ঝুলে পড়তে দেখা গেছে, আবার কাউকে উড়ন্ত বিমান থেকে আকাশের তারার মতো লাশের আকারে খসে পড়তে দেখা গেছে। কোথাও খুন হচ্ছেন শিল্পীরা, আবার কোথাও সাংবাদিকের পিছনে বন্দুকধারী ব্যক্তি দণ্ডায়মান এবং কাঁচুমাচু চেহারায় সাংবাদিকের কণ্ঠস্বরে, “তালিবানি রাজত্বে ভয় পাবেন না”।
যারা এই সমস্ত ঘটনার প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সাক্ষী হয়েছেন, তাঁরা আফগানিস্তানবাসী না হলেও তালিবানের সন্ত্রাস দেখে আতঙ্কিত। তবে, সবাই যে, তালিবানের এই বলপূর্বক শাসন ও নৃশংস হত্যালীলা দেখে স্তম্ভিত ও আতঙ্কিত তা নয়, অনেকেই মনুষ্যত্বের ছায়া থেকে দূরে থেকে ক্ষমতার সমর্থনে মত্ত। এমনটাই দাবি করলেন নাসিরউদ্দিন শাহ।
চলতি সপ্তাহে বুধবারে নাসিরউদ্দিন শাহ একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি বললেন, “ভারতীয় মুসলমানদের উচিত নিজেদের প্রশ্ন করা। যে তাঁরা কি চায়? ধর্মের সংস্কার চায়? না পুরাতন বর্বরতা নিয়ে বাঁচতে চায়?” এছাড়াও, তিনি এই মানসিকতার খারাপ দিক সম্পর্কেও অবগত করেন ওই ভিডিওতে। তিনি বললেন, “আফগানিস্তানে তালিবানদের ক্ষমতায়ন যেখানে সমগ্র বিশ্বের কাছে উদ্বেগের বিষয়, সেখানে এই বর্বরদের ক্ষমতায় প্রত্যাবর্তন হওয়ায় কিছু ভারতীয় মুসলমান উচ্ছাস প্রকাশ করছেন, উদযাপন করছেন। উল্লেখ্য, ‘কিছুটা অংশও’-এর এই আচরণও কম বিপদের নয়”।
Veteran #Bollywood actor #NaseeruddinShah shares message for #IndianMuslims who are “celebrating” the return of #Taliban in #Afghanistan. pic.twitter.com/GbzS0Q4p5R
— Mojo Story (@themojostory) September 1, 2021