বাহক নিউজ় ব‍্যুরো: সোশ‍্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন এক হাজারো মে মছরি বেহনা হ‍্যায় খ‍্যাত অভিনেতা কুশল টন্ডন। কী কারণে নেটদুনিয়া থেকে অব‍্যহতি নিলেন তাঁর কারণ জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি। কুশল লেখেন “তথাকথিত এই সোশ‍্যাল মিডিয়া থেকে বিরতি নিলাম। ততদিন পর্যন্ত মানুষ হয়ে থাকুন সমাজে এবং নিজের পরিবারের মধ‍্যে।”

এক সাক্ষাৎকারে কুশল ক্ষমা চেয়েছেন প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার কাছে। বৃহস্পতিবার মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হয়েছেন হিন্দি টেলিভিশন দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র সিদ্ধার্থ‌। শুক্রবার ওশিওয়াড়া মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সিদ্ধার্থের অকালমৃত‍্যুতে শোকে মুহ‍্যমান তার পরিচিতরা। কিন্তু শোকপ্রকাশের জন‍্য প্রয়োজনীয় নীরবতার বড্ড অভাব এ যুগে। অন্তরের শোকের তুলনায় দেখনদারিটা বড্ড বেশি স্পষ্ট আজকাল। কিছুদিন আগে অভিনেতা সুশান্তের মৃত্যুর পর সোশ‍্যাল মাধ‍্যমে যে বিতর্কের ঝড় উঠেছিল তার ঘোর কাটতে না কাটতেই আরো একটি তারার অকাল প্রয়াণ। আর নেট মাধ‍্যমে যেভাবে সিদ্ধার্থের শেষকৃত্যের ছবি, ভিডিও ফুটেজ পোস্ট করে পোশাকি সমবেদনা জানানো হচ্ছে তাতে যথেষ্ট বিরক্ত বহু তারকা , তাদের‌ই মধ‍্যে একজন হলেন কুশল।

কুশল আরো বলেন ” লজ্জায় মাথা নত করুন। চারিপাশে যা ঘটছে তাতে বীতশ্রদ্ধ। যদি আপনি সত‍্যিই শ্রদ্ধা জানাতে চান তবে আত্মার শান্তি কামনা করুন, প্রার্থনা করুন। এটা কোনো ছবি তোলবার মুহূর্ত নয়.. আমি দুঃখিত সিদ্ধার্থের জন্য। শান্তিতে ঘুমোস সুপার স্টার।”

সিদ্ধার্থের শেষকৃত্যের মিডিয়া কভারেজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দিশা পারমার, গ‌ওহযর খান, অনুষ্কা শর্মারা। ক্ষুব্ধ ও লজ্জিত পূজা বন্দ‍্যোপাধ‍্যায় ও সাময়িক বিরতি নিয়েছেন সোশ‍্যাল মিডিয়া থেকে।