বাহক নিউজ ব‍্যুরো: ‘সাবান দিয়ে প্রতিদিন স্নান করা যাবে না। তাতে ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। তার চেয়ে বরং শুধু জল দিয়ে স্নান করুন।’
একটি পডকাস্ট অনুষ্ঠানে এমনটাই বললেন হলিউডের জনপ্রিয় দম্পতি মিলা কুনিস আর অ্যাস্টন কুচার‌ । তাঁদের জিজ্ঞাসা করা হয়েছিল তাঁরা প্রতিদিন স্নান করেন কি না, আর তাতেই এ উত্তর মেলে।

স্নান নিয়ে হলিউড তারকাদের বাতিকের শেষ নেই, এই যেমন ধরুন জনি ডেপ। মাসের পর মাস নাকি স্নান না করে দিব্যি কাটিয়ে দেন এই তারকা। ব্র্যাড পিটও নাকি সহজে সাবান কিংবা বডি জেলে হাত দেন না!

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই অনুষ্ঠানে গল্প করার পরে অ্যাস্টন কুচার ও মিলা কুনিস ইনস্টাগ্রামে মজার একটি ভিডিও দেন। ভিডিওতে দেখা যায়, বাচ্চারা স্নান করছে। তাদের দেখভাল করছেন মা মিলা কুনিস। এবার অ্যাস্টন কুচার বললেন, ‘তুমি বাচ্চাদের গায়ে জল ঢালছ? তুমি কি ওদের জলের সঙ্গে গলিয়ে ফেলবে নাকি!’ কুচারের মুখে হাসি, চোখে কৌতুক। প্রশ্ন শুনে মিলা কুনিসও হাসছেন।এ ঘটনার পরে আবারও স্নান নিয়ে হলিউড তারকাদের মতের অমিল প্রকাশ পেলো। কেউ এর পক্ষে, তো কেউ বিপক্ষে।

স্নান না করা তারকাদের বিপক্ষে ডোয়াইন জনসন ওরফে রক। তিনি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন যে বরাবরই স্নানে আগ্রহী, শুধু রক নয়, এই দলে আছেন ক্রিস ইভানস, কার্ডি বিরা।

Published on Monday, 23 August 2021, 10:32 am | Last Updated on Monday, 23 August 2021, 10:32 am by Bahok Desk