বাহক নিউজ় ব‍্যুরো: বাংলা রাজনীতির ময়দানে এইমুহুর্তে যদি সুপারস্টার কেউ হন তবে তিনি একমাত্র মদন মিত্র। নায়িকাদের সাথে দোল খেলা হোক বা তাঁর ফূসবুক লাইভ কিংবা তাঁর গান, মুহূর্তে ভাইরাল হয়েছে সেসব ভিডিও। তাঁর নতুন লুক নিয়েও সর্বদা আলোচনার শীর্ষে থাকেন তিনি। তবে এইবার রাজনীতির ময়দান থেকে তাঁর পদার্পণ সোজা রূপোলী পর্দায়। জনপ্রিয় পরিচালক রাজা চন্দের পরিচালনায় এবার টলিউডে আসতে চলেছে মদন মিত্রের বায়োপিক “ওহ লাভলি”।

ইতিমধ্যে ছবির কাস্টিং সম্পূর্ণ হয়ে গেছে, পূজোর আগেই শ‍্যুটিং শুরু হয়ে যাবে। তবে স্বয়ং মদন মিত্রের চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে জল্পনার শেষ নেই, শোনা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে মদন মিত্রের চরিত্রে। বিনোদন জগতের সাথে বরাবর সুসম্পর্ক বজায় রাখা কামারহাটির বিধায়ক মদন মিত্রের বক্তব্য “গত দু বছর ধরে বায়োপিক করার চাপ আসছিল। কিন্তু হেরে যাওয়া পরাজিত সৈন‍্য হিসেবে নয় , কামারহাটির রায়ের জন‍্য অপেক্ষা করছিলাম। কলেজ জীবন থেকে আজ পর্যন্ত ভোটে জেতা, মেসি-ব্রাজিল টীমকে নিয়ে আসা, কালোও থাকবে ভালোর সাথে। জীবনে কিছু‌ই লুকোনো উচিত নয়”।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

বলিউডের পর্দায় বহু বায়োপিক দেখেছি আমরা । ক্রিকেট ব‍্যক্তিত্ব মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে রাজনীতিবিদ মনমোহন সিং এর বায়োপিক সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। সম্প্রতি ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বায়োপিক তৈরীর বিষয়েও।সম্মতি দিয়েছেন মহারাজ। তবে টলিউডে বায়োপিকের ট্রেন্ড এই প্রথম , যার সূচনা মদন মিত্রের মতো বহুল চর্চিত রাজনীতিবিদের হাত ধরে।

পঁয়ষট্টি পেরোনো মদন মিত্র মানেই রঙিন জীবন। আশুতোষ কলেজের এই প্রাক্তনীর রাজনীতিতে হাতেখড়ি ছাত্রবয়সেই। ছাত্রনেতা থেকে বিধায়ক, জেলে যাওয়া , জেল থেকে লড়ে হেরে যাওয়া। এরপর আবার সেই কেন্দ্রেই জিতে ফিরে আসা। রাজনৈতিক জীবনে রসদের অভাব নেই তাঁর । তবে এক্ষেত্রে তাঁর কোন দিকটা প্রতিফলিত হবে তাই চর্চার বিষয়। যদিও মদন মিত্র বলেছেন ” স্ত্রী একজন থাকবেন , তবে নায়িকা কিন্তু অনেকে থাকবে। আমি নিজেও বায়োপিকে অভিনয় করবো। সারদা-নারদা এইসব থাকবে। আমার জীবন খোলা ব‌ইয়ের মতো”।