রেডিও মিরচি শোনেন অথচ মীর কে চেনেন না এমন মানুষ খুব বিরল। ২৫বছরেরও বেশি সময় ধরে রেডিও সঞ্চালকের কাজের সাথে জড়িত মীর এবং এখন আমরা তার ভয়েস শুনতে পাই রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে সানডে সাস্পেন্সে। তার গলায় এখন বেশ জনপ্রিয় এই গল্প গুলো।
এরপর আবার একটি বাংলা গানের রিয়্যালিটি শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।কালার্স বাংলার রিয়্যালিটি শো সঙ্গীতের মহাযুদ্ধ এই সঞ্চালক মীর। এই শো টি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী।
প্রায় সব মানুষের কাছেই মীরাক্কেল একটি জনপ্রিয় টিভি- শো, এবার মীরাক্কেলের এতো বছর পরে আবার একসাথে ছোটো পর্দায় ফিরছে রাজ ও মীর জুটি।মীরের কথা বলার ধরন ও অসাধারণ রসিকতা মন কেড়েছে আপামর ভারবাসীর হৃদয়ে। রেডিও জকির সাথে সাথে মীরাক্কেলে তার অসামান্য সঞ্চালনা এক অনন্য পরিচিতি দিয়েছে মীর কে। মীরাক্কেল নাম শুনলেই প্রথমেই মথায় আসে মীর এর কথা। মীরাক্কেলের পরিচালক বদলে গেলেও এখনো রয়ে গেছে মীর। অসাধারণ মনোরঞ্জনের মধ্যে দিয়ে প্রতিটি মানুষকে পজিটিভ বার্তা দিয়ে চলেছেন তিনি।
এমনিতেই কালার্স বাংলার টি আর পির আবস্থা খুব একটা ভালো নয়। তবে অনেক দিন বাদে এতো বড়ো একটা টি ভি শো নিয়ে আসতে চলেছে এই চ্যানেল টি। ১৬জন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী দের নিয়ে শুরু হতে চলেছে এই শো -টি।
জানা যাচ্ছে আগস্ট মাস থেকে শুরু হতে পারে এই শো টি। এই শো টি শুরু হলে মীর কে যে আমারা আবার নতূন ভাবে ফিরে পাবো তা বলায় বাহুল্য।

রিয়া দুয়ারী

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount