বাহক নিউজ ব‍্যুরো: ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের আবীর কেমন আছেন? তাঁর অস্ত্রোপচার কী সফল? এমনই প্রশ্ন উঠে আসছিল তাঁর অনুরাগীদের কাছ থেকে। সোশ‍্যাল মিডিয়ায় নিজেই তাঁর জবাব দিলেন অভিনেতা গৌরব রায়চৌধুরী।

গৌরব তাঁর ফেসবুক পেজে লেখেন “এই যুদ্ধে হার নিশ্চিত ছিল, হাতটা অর্ধেকের বেশি ড‍্যামেজ হ‌ওয়ার সম্ভাবনা ছিল প্রবল। কিন্তু ৬ ঘন্টা যুদ্ধ চালিয়ে আমায় ও আমার হাতটাকে জিতিয়ে দিলেন ডাক্তার । ধন‍্যবাদ টাও হয়তো কম হয়ে যাবে বলা, ধন‍্যবাদ ডক্টর।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই টুইটই করেছেন মৈনাক

গত রোববার কোলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হন গৌরব। সোমবার তাঁর কনুইতে হ‌ওয়া বোন টিউমারের অস্ত্রোপচার হয়। এর আগছ গত জুন মাসে ‘ওগো নিরুপমা’র শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়েন গৌরব তখনই ধরা পড়ে তার হাতে বোন টিউমার। তবে এই অস্ত্রোপচার আগস্টের শুরুতে হ‌ওয়ার কথা হলেও মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ ছবির শুটিংয়ের জন‍্য অস্ত্রোপচারের দিন পিছিয়ে দেন অভিনেতা।