EV: এবার আবর্জনা সংগ্রহ করা হবে বৈদ্যুতিক গাড়িতে! বর্জ্য ব্যবস্থাপনার অংশ হতে চলেছে স্টুডেন্টদের তৈরি বৈদ্যুতিক গাড়ি! কোথায় চালু হবে? জানুন বিস্তারে, গ্রাফিক্স:বাহক

Bahok News Bureau : ভারতের এক রাজ্যে একদল ছাত্র মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের আবর্জনা সংগ্রহের জন্য বৈদ্যুতিক গাড়ি (EV) তৈরিতে কঠোর পরিশ্রম করছে। এই ইভি গাড়ি ব্যবহার করেই করা হতে পারে আবর্জনা তোলাফেলার কাজ। কোন রাজ্যে এই গাড়ি চালু হবে? কারাই বা তৈরি করছে? আসুন জেনে নেওয়া যাক বিস্তারে।

বর্জ্য ব্যবস্থাপনার জন্য তৈরি হচ্ছে বৈদ্যুতিক গাড়ি

কেরালার কোঝিকোড (Kojhikode) শহরে শীঘ্রই ছাত্রদের দ্বারা তৈরী করা বৈদ্যুতিক গাড়ি (EV) দেখতে পাওয়া যাবে, যা বর্জ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহার করা হবে। কোঝিকোডের একদল ছাত্র মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের আবর্জনা সংগ্রহের জন্য এই বৈদ্যুতিক গাড়ি তৈরিতে কঠোর পরিশ্রম করছে। এই প্রকল্পের মাধ্যমে কোঝিকোডের ওয়েস্ট হিলে (West Hill) অবস্থিত সরকারি পলিটেকনিকের ছাত্ররা পাবলিক প্লেস থেকে বর্জ্য সংগ্রহের পদ্ধতিতে বিপ্লব আনতে চলেছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

EV: এবার আবর্জনা সংগ্রহ করা হবে বৈদ্যুতিক গাড়িতে! বর্জ্য ব্যবস্থাপনার অংশ হতে চলেছে স্টুডেন্টদের তৈরি বৈদ্যুতিক গাড়ি! কোথায় চালু হবে? জানুন বিস্তারে, গ্রাফিক্স:বাহক

পলিটেকনিকের ফ্যাকাল্টি মেম্বার কি বললেন ?

এই প্রকল্পের সমন্বয় করছেন সরকারী পলিটেকনিকের ফ্যাকাল্টি মেম্বার শরৎচন্দ্রবাবু টি এ। তিনি বলেছেন যে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের প্রায় ৪০ জন নির্বাচিত ছাত্র এই প্রকল্পে ই-বাহন তৈরির জন্য কাজ করছে। এই প্রকল্পটি “ইন্ডাস্ট্রি অন ক্যাম্পাস” (Industry on Campus) স্কিমের অধীনে কেরালা সরকার এবং এক্সন কোম্পানীর সহযোগিতায় পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা শহরের আবর্জনা সংগ্রহের জন্য ৩০টি বৈদ্যুতিক গাড়ি এবং দ্বিতীয় পর্যায়ে আরো ৪০টি বৈদ্যুতিক গাড়ি প্রস্তুত করে কোঝিকোড কর্পোরেশনের কাছে তা হস্তান্তর করবে।

কোঝিকোড কর্পোরেশনের কর্মকর্তা কি বললেন?

কোঝিকোড কর্পোরেশনের একজন কর্মকর্তা বলেছেন, “আবর্জনা সংগ্রহের জন্য বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করে, সিটি কর্পোরেশন অন্যান্য পৌরসভার জন্য একটি উদাহরণও স্থাপন করছে। শিক্ষার্থীরা ফ্যাকাল্টি সদস্য এবং শিল্প বিশেষজ্ঞদের সহায়তায় অক্লান্ত পরিশ্রম করছে, যাতে আরো উন্নতমানের বৈদ্যুতিক গাড়ি তৈরি করা যায়।”

উল্লেখ্য, পলিটেকনিকের ছাত্রছাত্রীদের এবং সিটি কর্পোরেশনের এই যৌথ প্রয়াস শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার জন্য সুযোগ দেওয়ার পাশাপাশি শহরটিকে একটি জটিল শহুরে চ্যালেঞ্জের জন্য একটি সাশ্রয়ী এবং টেকসই সমাধান প্রদান করতে চলেছে। এই উদ্যোগ পলিটেকনিক (Polytechnic) শিক্ষার্থীদের প্রযুক্তিগত ক্ষমতা প্রদর্শনের পাশাপাশি পরিবেশগত সমস্যা সমাধানে তরুণ প্রজন্মকে এগিয়ে আসারও গুরুত্ব রাখে।

Dunki Film Review: ‘শুধুমাত্র পারিবারিক বিনোদন’? না ‘তিক্তমিষ্টি অভিজ্ঞতায় মোড়া বিশেষ বার্তা’ দিয়েছে শাহরুখের ‘ডাঙ্কি’? দীর্ঘ পাঁচবছর পর কী উপহার দিল হিরানি? জানুন বিস্তারে

 

 

Winter Solstice 21th December: বছরের এই দিন সবচেয়ে ‘ছোট’ হয়! জেনে নিন ‘শীতকালীন অয়নকাল’ সম্পর্কে কিছু অজানা তথ্য

………………………………………………………………………………………………………………

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)