বাহক নিউজ় ব্যুরো : বদলে যেতে চলেছে সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুকের নাম। দিন কয়েক আগেই প্রযুক্তিগত গোলযোগের জেরে শিরোনামে এসেছিল ফেসবুক ।এবার সংস্থার নামই পাল্টাতে চান তারা। আগামী সপ্তাহেই সংস্থার বার্ষিক সভায় নতুন নাম ঘোষণা করবেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ।
ফেসবুক নামে শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে যাত্রা শুরু করেছিল এই সংস্থা। তবে বর্তমানে এই সংস্থার অধীনে রয়েছে একাধিক প্লাটফর্ম ।সেই জন্যই সম্ভবত নতুন নামের চিন্তাভাবনা করছে ফেসবুক । যদিও এই গুঞ্জনে এখনো সীলমোহর দেয়নি মার্ক জুকারবার্গের সংস্থা।
সোশ্যাল মিডিয়া হিসেবে উত্থান হলেও বর্তমানে ফেসবুকের কার্যকরিতা আর সেই গন্ডির ভিতরে সীমাবদ্ধ নেই । বিভিন্ন ধরনের পরিষেবার দিকে এগিয়ে চলেছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট । আগামী সপ্তাহের ২৮ তারিখ সংস্থার বার্ষিক সম্মেলন রয়েছে । মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ওই বৈঠকেই নতুন নাম নিয়ে আলোচনা করবেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ । তবে ফেসবুক অ্যাপের নাম বদল করা হবেনা। ফেসবুক ছাড়াও হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এর মালিকানা রয়েছে ফেসবুকের হাতেই। এক শীর্ষকর্তার কথায় জানা গিয়েছে, নতুন নামে “হরাইজন” শব্দটি থাকতে পারে। তবে কি নতুন দিগন্তের দিশা দেখাতে চলেছে ফেইসবুক?
আরও পড়ুন – ডেঙ্গুর নতুন ওষুধ আবিষ্কার করলেন ভারতীয় বিজ্ঞানীরা
নিজেদের আরও বিকশিত করতে রে ব্যান এর মত সংস্থার সাথে হাত মিলিয়ে এ আর গ্লাস তৈরি করতে চাইছে ফেসবুক। জুকারবার্গ মনে করেন এই মুহূর্তে এই চশমা অত্যন্ত ব্যয়সাপেক্ষ ,সাধারণের নাগালের বাইরে। তবে ঠিকমতো পদক্ষেপ করলে খুব কম সময়ের মধ্যেই স্মার্টফোনের মতো এটিও সকলের হাতে হাতে ঘুরবে।