বাহক নিউজ় ব‍্যুরো : প্রতিবেশীর মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ছোটো ছেলের বিরুদ্ধে। আর তার বিরুদ্ধেই আইনি লড়াইয়ে নেমেছিলেন সত্তোরোর্ধ বাবা-মা। কিন্তু আদালত ও উকিলের পেছনে প্রায় সর্বস্বান্ত হ‌ওয়ার জোগাড় হয়েছিল কদিনের মধ‍্যেই। আর তাই আদালতের বাইরেই প্রতিবেশীর ওপর বদলা নেওয়ার জন‍্য বলি দিলেন নিজের ৮ বছরের নাতনিকে।

শুক্রবার উত্তরপ্রদেশের আলিগড় থেকে ওই বৃদ্ধ দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে লেখরাজ ও সম্পত নামক ওই দম্পতি নিজেদের ছোটো ছেলেকে যৌন হেনস্থা ও ধর্ষণের অপরাধ থেকে বাঁচাতেই নাকি নিজেদের নাতনিকে খুন করেছেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই বৃদ্ধ দম্পতি নাতনিকে খুন করে তাপ্পাল এলাকার একটি গ্রামে ফেলে দিয়ে আসে। গত ২০ সেপ্টেম্বর পুলিশ ওই শিশুটির দেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু হয়। বাচ্চাটির স্কুলে খোঁজ করলে জানা যায় সে ওইদিন স্কুলে যায়নি কিন্তু তার ঠাকুমা-ঠাকুরদাকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বলেন সে ওইদিন স্কুলে গিয়েছিল। এরপর‌ই সন্দেহ হয় পুলিশের।

এরপর ওই দম্পতি ক্রমাগত তাদের প্রতিবেশীর দিকে সন্দেহের আঙুল তোলায় তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং তখন‌ই ধর্ষণকান্ডের ব‍্যাপারটি পুলিশের কানে আসে। বৃদ্ধ- বৃদ্ধাকে লাগাতার জেরা করা হলে তারা একেকবার, একেকরকম বক্তব্য রাখেন। পুলিশের সন্দেহ আরো গভীর হয় এবং প্রমাণ লোপাটের অভিযোগ আনতেই ভেঙে পড়েন তারা। স্বীকার করেন তাঁরাই নিজেদের নাতনিকে খুন করেছেন।

খুনের কারণ জিজ্ঞাসা করা হলে তাঁরা বলেন, ওই শিশুটির কাকার বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ করেছিলেন তাঁদের প্রতিবেশী। প্রথমে আইনি লড়াই করলেও কয়েকদিনের মধ‍্যে কেস লড়তে গিয়ে তাঁদের জমা পুঁজি শেষ হয়ে যায়। এরপর‌ই আদালতের বাইরে সমস‍্যা সমাধানের পথ খুঁজতে থাকেন তাঁরা।

সমস‍্যার সুরাহার জন‍্য প্রতিবেশীকে ফাঁসাতে নিজেদের আট বছরের নাতনিকেই খুন করার সিদ্ধান্ত নেন তাঁরা। ঠিকঠাকভাবে গল্প সাজাতে স্কুল যাওয়ার পথে নাতনির মৃতদেহ ফেলে আসেন, তার থেকে কিছু দূরেই ফেলে রাখেন তাঁর স্কুলব‍্যাগটি। কিন্তু গ্রামের একাধিক লোক পুলিশকে জানায় যেখানে ওই বৃদ্ধ দম্পতিকে ওই রাস্তায় যাতায়াত করতে দেখেছে তারা ওইদিন।

ওই বৃদ্ধ দম্পতির ভেবেছিলেন প্রতিবেশীর দিকে সন্দেহের আঙুল তুলে যদি তাদের গ্রেফতার করানো যেত , তবে তাঁরা তাদের কাছে প্রস্তাব রাখতেন যদি প্রতিবেশী ধর্ষণের অভিযোগ তুলে নেয় তবে তাঁরাও নাতনির খুনের অভিযোগ তুলে নেবেন।