বাহক নিউজ় ব্যুরো: গত তিনদিন ধরে চলা এই অবিরাম বৃষ্টি যে কতটা ভয়ংকর তার প্রমাণ দিল খড়দহের এক পরিবার। বাড়িতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দম্পতি ও তাঁদের কিশোর ছেলের। আর পুরো ঘটনার সাক্ষী থাকলো তাঁদের চার বছরের সন্তান।
মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে খড়দহের পাতলিয়ায়। স্থানীয়রা জানিয়েছেন, খড়দহের ওই সরকারি আবাসনে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে থাকতেন বছর চল্লিশের রাজা দাস। অবিরাম বৃষ্টির ফলে ওই আবাসনের ভেতরেও জল জমে। এরমধ্যেই ঘরের ভেতর জমা জলের মধ্যেই বিদ্যুৎ সংযোগের কোনো কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই ব্যক্তি। তাঁকে বাঁচাতে স্ত্রী পৌলমী ছুটে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
মা-বাবাকে এই অবস্থায় দেখে তাঁদের বাঁচাতে দৌড়ে আসে এগারো বছরের শুভ দাস। সেসময় খাটের ওপর বসেছিল তাঁর ছোটোভাই। কিন্তু মা-বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শুভও। এই পুরো ঘটনাই ওই চার বছরের শিশুটির চোখের সামনে ঘটে।
ওই ছোট্ট শিশুটি তখন কি করবে বুঝতে না পেরে আশেপাশের প্রতিবেশীদের ডেকে আনে। স্থানীয়রা ব্যারাকপুর বি এন বোস হাসপাতালে রাজা শুভ ও পৌলমীকে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খড়দহ পুলিশ।
তদন্তকারীদের মতে জমা জলের জন্যই এই বিপত্তি। গত দুদিনের টানা বৃষ্টির ফলে রাজা দাসের ঘরের ভেতর জল জমে গেছিল। আর সেই জমা জলে দাঁড়িয়েই ফ্রিজে বিদ্যুৎসংযোগ করতে গিয়েছিলেন তিনি। এরপরই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা যার সাক্ষী হয়ে থাকে ওই অবুঝ শিশুটি।