
এদিকে, টুইটারে হোয়াটসঅ্যাপের তরফে জারি হল বিবৃতি। এই বিবৃতিতে বলা হয়েছে, “আমরা বুঝতে পারছি যে, কিছু ব্যবহারকারী খুবই খারাপ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে আপডেট দেওয়ার চেষ্টা করছি”।
আরও পড়ুন – বিজেপি আইটি সেল থেকে এসেছিল খুনের হুমকি, তবু বিপ্লব চান শিল্পী সনাতন দিন্দা
এক ব্যবহারকারী মন্তব্যের ভিত্তিতে জানা গেছে যে, ভারতীয় সময় অনুসারে সোশ্যাল মিডিয়া পাড়া স্তব্ধ হয়েছে রাত ৯টা নাগাদ থেকে। downdetector.com নামক একটি ওয়েবসাইট অনুসারে হোয়াটসঅ্যাপের প্রতি অভিযোগ একলাফে ঊর্ধ্বমুখী হয়েছে। এই পোর্টালের ভিত্তিতে জানা গেছে যে, ৯টা ৩১ পর্যন্ত ফেসবুক স্তব্ধ হওয়ার অভিযোগ করেছেন ৭,০২০ জন ব্যবহারকারী ও ৯টা ২৯ পর্যন্ত ইনস্টাগ্রাম স্তব্ধ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন ১৮,৫৫৯ জন ব্যবহারকারী। ৯টা ২৫ পর্যন্ত হোয়াটসঅ্যাপ স্তব্ধ হওয়ার ফলে অভিযোগ করেছে ৩০,৫৩৮ জন ব্যবহারকারী এবং মেসেঞ্জারের সমস্যা নিয়ে অভিযোগ করেছেন মাত্র ১৯০ জন ব্যবহারকারী।
Published on Tuesday, 5 October 2021, 1:22 am | Last Updated on Tuesday, 5 October 2021, 7:28 am by Bahok Desk








