Parliament-Security Breach Rahul Gandhi
‘Fearless’ Rahul Gandhi-Parliament Security Breach: পার্লামেন্টে হামলার সময় কী করছিলেন রাহুল গান্ধী? ঝড়ের গতিতে ভাইরাল সেই ছবি. গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau:  রাহুল গান্ধী (‘Fearless’ Rahul Gandhi) দেশের এক নির্ভীক নেতা, যে শুধু কথা নয় কাজেও করে দেখায়। রাহুল গান্ধী খুবই সাহসী কংগ্রেস অনেক আগে থেকেই এ দাবি করে আসছে। এর আগে নৌকা থেকে ঝাঁপ দিতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। কখনো আবার তাঁকে হাটু জলে নেমে চাষ করতেও দেখা গিয়েছে। তবে এবার রাহুল গান্ধীর সাহসিকতার আরো এক ঝলক দেখা গেল সংসদের ভিতর। সেই ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে বেশ ভাইরাল (Social Media Viral) হচ্ছে। কী দেখা যাচ্ছে ছবিতে? (‘Fearless’ Rahul Gandhi-Parliament Security Breach)

কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে রাহুল গান্ধীর নির্ভীক ছবি শেয়ার করেছেন (Congress spokesperson Supriya Shrinate shared a fearless picture of Rahul Gandhi): 

গত বুধবার কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে (Congress spokesperson Supriya Shrinate) তাঁর এক্স হ্যান্ডেলে (X Handel) একটি ছবি শেয়ার করেছেন। যেখানে রাহুল গান্ধীকে (‘Fearless’ Rahul Gandhi) সংসদ কক্ষে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই ছবিটি গতকাল অর্থাৎ বুধবারের। যখন দুই হামলাকারী সংসদের ভিতরে হলুদ কালারের স্মোক নিয়ে প্রবেশ করে। এই ঘটনার সময় যখন অন্যান্য সংসদরা এদিক ওদিক ছোটাছুটি করছেন, তখন রাহুল গান্ধী নির্ভীক ভাবে লোক সভা কক্ষের সামনের দিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতের শেয়ার করা এই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এক্স হ্যান্ডেলে শেয়ার করা ছবিটিতে লেখা রয়েছে, “ভয় পাবেন না। এটা শুধু কথায় নয়, কার্যকলাপের মাধ্যমেও প্রকাশ করতে হয়”। ছবিটি শেয়ার করে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে ক্যাপশনে লিখেছেন, “যখন সংসদে অশান্তি হচ্ছিল, বুক ফুলিয়ে দাঁড়িয়ে ছিলেন নেতা”।

লোকসভা অধিবেশন চলাকালীন পার্লামেন্টে হামলা (Attack on Parliament during Lok Sabha session):

প্রসঙ্গত, গত বুধবার ছিল লোকসভার অধিবেশন। এদিন লোক সভার জিরো আওয়ার চলাকালীন সময়ে সাগর শর্মা (Sagar Sharma) ও মনোরঞ্জন ডি (Manoranjan D) নামক দুই যুবক সংসদের ভিতর প্রবেশ করে এবং একটি ডেস্ক থেকে অন্য ডেক্সে লাফিয়ে লাফিয়ে স্পিকারের দিকে যেতে থাকে। একই সাথে তারা স্লোগান দিতে থাকে এবং হলুদ ধোঁয়া ছাড়তে থাকে। সূত্র মারফত জানা যাচ্ছে, তারা বিজেপি সাংসদ প্রতাপ সিমহার থেকে সংসদে প্রবেশের পাস জোগাড় করেছিলেন। শুধু তাই নয়, এদিন সংসদের বাইরে নিলাম (Neelam) ও আমল সিন্ধে (Amol Shinde) নামক এক যুবক যুবতী পার্লামেন্টের বাইরে হলুদ ধোঁয়া উড়াচ্ছিল। ইতিমধ্যে এই চার অভিযুক্তদের সংসদের সুরক্ষা লঙ্ঘনের (Parliament security breach) অভিযোগে আটক করা হয়েছে। (‘Fearless’ Rahul Gandhi-Parliament Security Breach)

Parliament-Security Breach: বেকারত্বের জ্বালা থেকেই সংসদে হামলা! জানালো অভিযুক্ত নিলামের মা

 

 

Security Breach in Parliament : সংসদে প্রবেশ করা দুই যুবককে লোকসভার প্রবেশপত্র দিয়েছিলেন বিজেপি সাংসদ! কেনো দিলেন ভিজিটর পাস? জানুন বিশদে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)