বাহক নিউজ় ব্যুরো:পুজোর পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ আর তা পেরোলেই নভেম্বরের শেষে রয়েছে অজি বনাম আফগান টেস্ট, যাকে ঘিরে সরগরম ক্রিকেট মহল।

সম্প্রতি আফগানিস্তানে ক্ষমতাসীন হয়েছে মৌলবাদী শক্তি তালিবান। বহু বিধিনিষেধ আরোপ হয়েছে জনগণের ওপর, বিশেষত নারীদের ওপর।
সেই সাথে আফগানিস্তান মহিলা ক্রিকেট দলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এরই প্রতিবাদ স্বরূপ, অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড ২৭ নভেম্বর থেকে হোবার্টে অনুষ্ঠেয় আফগান টেস্ট বাতিলের ইঙ্গিত দিয়েছে। যেখানে সারাবিশ্ব জুড়ে মহিলারা বেশি বেশি করে ক্রীড়াজগতে অংশগ্রহণ করছেন, সেখানে এই ধরণের রক্ষণশীল মানসিকতার ঘোরতর বিরোধিতা করেছে স্টার্ক-স্মিথদের ক্রিকেট সংস্থা।

আরও পড়ুন – মাতৃপক্ষের সূচনা পথশিশুদের মুখে হাসি ফুটিয়ে, আয়োজক ইকির মিকির

“যথোপযুক্ত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে এই পদক্ষেপ কে স্বাগত”, জানাচ্ছেন
রঙিন জার্সির অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

তবে আসন্ন টি২০ বিশ্বকাপে আফগানদের সাথে ম্যাচ বয়কট করবে না অজি রা। যদিও বিশ্বকাপে দু’পক্ষের মুখোমুখি হতে হলে অন্তত সেমিফাইনালে পৌছাতে হবে ফিঞ্চ ও রশিদ বাহিনীকে।

টেস্ট অধিনায়ক টিম পেইন-ও বোর্ডের প্রতি সংহতি জানিয়েছেন। “আমরা আশাবাদী, এই কঠিন পরিস্থিতি নিশ্চয়ই স্বাভাবিক হবে এবং ক্রিকেটে আফগানিস্তানের যে বিপুল সম্ভাবনা রয়েছে তার বিকাশ ঘটবে”, যোগ করলেন ফিঞ্চ।

আশা রাখা যেতে পারে, আইসিসি দ্রুত সমস্যা নিরসনের ব্যাপারে সচেষ্ট হবে এবং লিঙ্গনির্বিশেষে কাবুল কান্দাহার হেরাটের নাগরিকরা বাইশ গজের লড়াইয়ে অংশগ্রহণ করবেন।