বাহক নিউজ় ব‍্যুরো : ফের শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা। এবার রাশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে হানা দিল বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলিতে নিহত প্রায় ৮ জন। এছাড়া জখম হয়েছে আরো ৬ জন। ইতিমধ্যে বন্দুকবাজকেও হত‍্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সূত্রের খবর, সোমবার রাশিয়ার পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি বিল্ডিং -এ এক কিশোর আচমকা হামলা চালায়। প্রত‍্যক্ষদর্শীদের বক্তব্য কালো মুখোশে ঢাকা এক দুষ্কৃতী হঠাৎ বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এই ঘটনায় প্রথমে প্রাথমিকভাবে তিনজনের মৃত‍্যুর খবর জানা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে রাশিয়া তদন্তকারী সংস্থা জানায় মোট ৮ জন নিহত হয়েছেন এবং গুরুতর জখম হয়েছেন ৬ জন। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে হামলার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ঘিরে ফেলে আধা সামরিক বাহিনী। তাদের পালটা গুলিতে নিহত হয় দুষ্কৃতীও। পরবর্তীতে রাশিয়া তদন্তকারী সংস্থা হামলাকারীর পরিচয় সামনে আনে। তিমানুর বেকমানসুরভ নামক ওই যুবকের বয়স মাত্র ১৮। সে ওই বিশ্ববিদ্যালয়ের‌ই পড়ুয়া ছিল বলে খবর।

এদিন বিশ্ববিদ্যালয়ে আচমকা হামলা শুরু হলে অনেকেই অডিটোরিয়ামের ভেতর ঢুকে দরজা লক করে দেন। অনেকে আবার বাঁচার তাগিদে বিল্ডিং থেকে ঝাঁপ মারেন যার ফলে আহতের সংখ্যা অনেক বেড়েছে বলে জানা গেছে।