ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার বিধ্বংসী আগুনে দাউ দাউ করে জ্বলছে হাওড়ার ফোরশোর রোডের গুদাম! কি ঘটেছিল জানুন বিস্তারিত

Bahok News Bureau: এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হল হাওড়ার ফোরশোর রোডের (Howrah Foreshore Road) গুদাম। বিধ্বংসী আগুনে গুদাম দাউ দাউ করে জ্বলছে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। আগুন লাগায় সম্পূর্ণ এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। কী কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয়। যে গুদামটিতে আগুন লেগেছে, তার ঠিক পাশে একটি পেট্রোল পাম্প রয়েছে। যা আতঙ্কের আবহ তৈরি করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের ১২টি ইঞ্জিন।

হাওড়ার ফোরশোর রোডে আগুন (Fire in Howrah Foreshore Road): 

তিনটি পাম্পও নিয়ে যাওয়া হয়েছে আগুন নেভানোর জন্য। ভয়ঙ্কর পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই পেট্রোল পাম্পটিকে বন্ধ করা হয়েছে। বর্তমানে ফোরশোর রোডের একাংশ বন্ধ করে আগুন নেভানোর কাজ চলছে (Howrah Foreshore Road Fire)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাওড়া এবং শিবপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে, এছাড়াও দমকলমন্ত্রী সুজিত বসুও (Sujit Basu) ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ফোরশোর রোডের একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে যায়।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

সেখান থেকে কারখানা সংলগ্ন ওই গুদামটিতে আগুন ছড়িয়ে পড়ে। এরপরে ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে খবর দেওয়া হয় দমকলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১২টি ইঞ্জিন। গুদামে কী মজুত করা ছিল, সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি, তবে স্থানীয়দের একাংশের দাবি, ওই গুদামটিতে প্রচুর পরিমাণ প্লাস্টিকের জিনিস মজুত করা ছিল। ওই স্থানে আগুন নেভাতে দমকল কর্মীরা ইতিমধ্যেই তৎপর হয়েছেন, তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকল সূত্রে খবর, কী ভাবে ওই আগুন লাগল, সেই বিষয়ে এখন খতিয়ে দেখা হচ্ছে।

হাওড়ার জুটমিলে আগুন (Fire in Howrah Jute Mill):

প্রসঙ্গত, এই উৎসবের মুহূর্তে অপর একটি ভয়াবহ ঘটনার খবর মিললো সাতসকালে। হাওড়ার জুটমিলে (Howrah Jute Mill) লেগে গেল বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। পাশেই রয়েছে পেট্রোল পাম্প। দুর্ঘটনা আরো ভয়বহ হতে পারে ভেবে বন্ধ করা হয়েছে মিলটি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিনের। আগুনের নেভাতে চলছে লড়াই । কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত এলাকার মানুষ। আনন্দ বদলেছে হাহাকারে। ধনতেরসে যেখানে সর্বত্র সমৃদ্ধির দেবীর আরাধনা চলছে, সেখানে সর্বহারা হতে পারেন বহুল মানুষ।

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মু: সাধারণ দরিদ্র পরিবার থেকে উঠে আসা এক নারীর যুদ্ধকথা

আরও পড়ুন: এবার ‘কেনা’ যাবে ‘সময়’! সুইজারল্যান্ডে প্রথম শুরু, ভারতেও সম্ভব কি?

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)