Bahok News Bureau: এবার রাতারাতি ভাগ্য বদলে গেল পাকিস্তানের (Pakistan) করাচি (Karachi) শহরে বসবাসকারী এক দরিদ্র মৎস্যজীবীর। বিরল প্রজাতির বেশ কিছু মাছ ধরা পড়েছে তাঁর জালে। সেগুলো বিক্রি হয়েছে প্রায় সাত কোটি পাকিস্তানি টাকায়। যার ফলে রাতারাতি বদলে যায় তাঁর ভাগ্য এবং তিনি হয়ে যান কোটিপতি। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত। পাকিস্তানের করাচি শহরের দরিদ্র এক জেলেপল্লিতে বাস হাজি বেলোচের (Haji Baloch)।

Pakistan Haji Baloch

মাছ ধরে কোনোমতে দিনযাপন করেন তিনি। হাজি বেলোচ (Haji Baloch) তাঁর কয়েকজন বন্ধুর সাথে করাচির সমুদ্র সৈকতে মাছ ধরতে গেছিলেন। এখানে কিছু ‘গোল্ডেন ফিশ’ অর্থাৎ সোনালি মাছ তাঁর জালে আসে, যাকে স্থানীয় ভাষায় সোবা বলে। বলা হয়ে থাকে যে, এই বিরল মাছটির অনেক ঔষধি গুণ রয়েছে। গোল্ডেন ফিশের ওজন ২০ থেকে ৪০ কেজি হয়ে থাকে। এগুলো দেড় মিটার পর্যন্ত লম্বা হয়। প্রজননের সময় মাছগুলো উপকূলের কাছাকাছি আসে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

পূর্ব এশিয়ার দেশগুলোতে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। সেখানে চিকিৎসার কাজে ব্যবহারের পাশাপাশি মাছগুলো ঐতিহ্যগতভাবেও বেশ গুরুত্বপূর্ণ। এর পাকস্থলী থেকে নির্গত পদার্থ অনেক রোগের চিকিৎসায় ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এই মাছ থেকে প্রাপ্ত সুতার মতো পদার্থ অস্ত্রোপচারে ব্যবহার করা হয়। হাজী বালুচ (Haji Baloch) জানান, এটি খুবই মূল্যবান মাছ এবং সারা বিশ্বে এর চাহিদা রয়েছে। এর দাম কোটি কোটি টাকা। ইব্রাহিম হায়দারি নামে জেলেদের গ্রামে বসবাসকারী হাজী বালুচ এই মাছটি খুঁজে পান।

Pakistan Haji Baloch

পাকিস্তানের জেলে সম্প্রদায়ের সংগঠনের নেতা মুবারাক খান বলেন, ‘মাছগুলো ধরার পর আজ শুক্রবার সকালে করাচি বন্দরে নিলামের জন্য নিয়ে আসা হয়েছিল। সব মাছ প্রায় ৭ কোটি রুপিতে বিক্রি হয়েছে।’ হাজী জানান, তিনি তাঁর পুরো দল নিয়ে করাচির কাছে খোলা সাগরে মাছ ধরছিলেন। এই সফরে তিনি একটি সোনার মাছ দেখতে পান। এটা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তিনি তাঁর সাতজনের দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেবেন।

আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষার অবসান….প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া পৌঁছেছেন তাঁর অসুস্থ স্ত্রীর সাথে দেখা করতে! জানুন বিস্তারিত

আরও পড়ুন: আপনি কি জানেন কি কারণে ১১ই নভেম্বর পালিত হয় জাতীয় শিক্ষা দিবস? জানুন এর নেপথ্যের কাহিনি সম্পর্কে বিশদে

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)