Flood Crisis in Tamil Nadu : ফের বিপর্যস্ত তামিলনাড়ুর জনজীবন! প্রবল বৃষ্টিপাতে জলমগ্ন দক্ষিণ তামিলনাড়ু! জানুন বিস্তারিত

Bahok News Bureau : চলতি বছরের ডিসেম্বরের শুরুতেই আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মিগজাউম (Michaung)। চেন্নাই সহ তামিলনাড়ুর উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকায় এই ঝড় তার তাণ্ডব দেখিয়েছিল। ঝড়ের প্রভাবে জলমগ্ন হয়ে পড়েছিল চেন্নাই শহর। এমনকি, প্রাণহানির ঘটনাও ঘটেছিল। আর সেই রেশ কাটতে না কাটতেই ফের প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত দক্ষিণ তামিলনাড়ু (Flood Crisis in Tamil Nadu)। আসুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে বিস্তারিত।

কি ঘটেছে? 

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

গত রবিবার রাত থেকেই তামিলনাড়ুর (Tamil Nadu) চারটি জেলা যথাক্রমে তিরুনেলভেলি, তুতিকোরিন, তেনকাশী ও কন্যাকুমারীতে প্রবল বৃষ্টি (Flood Crisis in Tamil Nadu) শুরু হয়েছে। তুতিকোরিনে বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। লাগাতার ভারী বৃষ্টিপাতের জেরে তুতিকোরিন জেলার শ্রীবৈকুন্ঠম রেলওয়ে স্টেশনে সোমবার প্রায় ৫০০ জন যাত্রী আটকা পড়েছিলেন। আবার এই চার জেলাতেই কয়েকটি বাঁধ থেকে জল ছাড়তে শুরু করেছে। ফলে জলমগ্ন হয়ে পড়েছে জেলাগুলি। ওই চার জেলায় সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধারকাজ চালাতে বায়ুসেনার সাহায্য চেয়েছে সেরাজ্যের প্রশাসন। তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে?

রাজ্য ও কেন্দ্রীয় সরকার যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে৷ পাশাপাশি চলছে উদ্ধারকাজ ৷ আকাশ মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। উদ্ধারকারী দলের পাশাপাশি এই কাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনার দল। জেলাশাসকদের সঠিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (M.K. Stalin)। প্রতিটি ক্ষতিগ্রস্ত জেলা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী, জেলাশাসকদের ওই বন্যা কবলিত এলাকাগুলিতে ত্রাণ কেন্দ্র এবং নৌকা প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। তিরুনেলভেলি এবং তুতিকোরিন জেলায় পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল। রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও। এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ৪ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।

IPL 2024 Auction Live Update: আইপিএল ২০২৪ নিলাম লাইভ আপডেট

Inauguration of Ram Mandir: রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আদবানি-মুরলীমনোহর যোশিদের আসতে নিষেধ! জানুন বিস্তারে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)