৯৫ মিনিটে শেষ বাঁশি বাজার সাথে সাথেই ক্যামেরা ধরল মেসি কে। চোখে জল, মুখে হাসি। একে একে আকুনা, দি মারিয়া সবাই ছুটে এসে আনন্দের আলিঙ্গনে ভরিয়ে দিল লিওনেল আন্দ্রেস মেসিকে। আর্জেন্টিনা ২০২১ কোপা আমেরিকা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল।

খেলা শুরু থেকেই উত্তেজনা বাড়ছিল দু দলের খেলোয়াড়দের মধ্যে। হাফটাইমের পর থেকে শুরু হল উত্তেজনার বশবর্তী হয়ে খারাপ ট্যাকল থেকে ধাক্কাধাক্কি সবই ছিল। হলুদ কার্ড দেখলেন ওটামোন্ডি, হলুদ কার্ড দেখলেন আরও ৮ জন।

খেলার বয়স তখন মাত্র ২২ মিনিট। পেছন থেকে আসা বলকে তাড়া করে দি মারিয়া দেখলেন আর্জেন্টিনার গোলকিপার এগিয়ে এসেছেন, বুদ্ধিমত্তার সাথে বলকে চিপ করতে ভুল করেননি পি এস জির এই মিডফিল্ডার। সেই এগিয়ে যাওয়া, তারপর আর ফিরে তাকাতে হয়নি আর্জেন্টিনাকে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

তবে মেসি যদি ফিরে তাকান, তাহলে হয়তো এই ফাইনাল ম্যাচে তিনি তার খেলাতে কতটা আনন্দিত হবেন সেটা সন্দেহের ব্যাপার। গোটা ম্যাচে তাঁর তুলনায় নেইমার অনেক সক্রিয় ছিলেন, কিন্তু তিনিও শেষ অব্দি ফিনিশ করতে পারছিলেন না। গোল করতে পারছেননা, সেই ভেবে সতীর্থদের বল এগিয়ে দিয়েও লাভ হয়নি মেসির একসময়ের ক্লাব ফুটবলের সতীর্থ নেইমারের। মেসি শেষ মুহুর্তে একটা ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে গোল করতে ব্যর্থ হন।

এত কিছুর পরেও কিন্তু যোগ্য হিসাবেই তিনি নিয়ে গেলের বেস্ট প্লেয়ার আর মোস্ট স্কোরারের উপহার। তাই সমালোচকরা যতই বলুক, মেসিকে নিয়ে মাতামাতি করার কিছু নেই, এতদিনের দেশের হয়ে বড় ট্রফি না জেতার তকমা কিন্তু আজ মুছে গেল। হয়তো আগামীতে আরও বড় কোনও ট্রফি অপেক্ষা করছে, যার জন্যই এখনও সেই ছটফটে লোকটা উপর থেকে আশীর্বাদ করছেন। দিয়োগো মারাদোনা।