বাহক নিউজ় ব্যুরো: জার্মানিতে অবসান ঘটল কনজারভেটিভ পার্টির। ১৬ বছর শাসনের পর এবার ভোটে পরাজিত হলেন তারা। খুব সীমিত সংখ্যক ভোট হলেও হার স্বীকার করতে হয়েছে অ্যাঞ্জেলা মার্কেলের দলকে। ২০০৫ সালের পর এই প্রথম কনজারভেটিভরা পরাজিত হলেন।
অ্যাঞ্জেলা মার্কেলের নেতৃত্বে ১৬ বছর ধরে দাপটের সঙ্গে জার্মানি শাসন করেছে কনজারভেটিভরা। জার্মানির ন্যাশনাল নির্বাচনে এবার ঘটে গেল এক বড়ো অঘটন। ডেমোক্র্যাটরা পেয়েছেন ২৬ শতাংশ ভোট, অন্যদিকে মার্কেলের দল পেয়েছে ২৪.৫ শতাংশ ভোট। তবে ভোটে জিতলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ডেমোক্র্যাটরা। সরকার গড়তে তাই জোট তৈরী করতেই হবে। এবার মার্কেলের দল কোন পথে এগোবে সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অপরদিকে ডেমোক্র্যাটরা জানিয়েছেন সরকার গড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ১ মাস সময় লাগবে। কারণ এর মধ্যে যদি কনজারভেটিভরা দলজোট গড়ে।সমর্থন বাড়িয়ে নেয় তবে সংকট বাড়বে।
ইতিমধ্যে জোটের জোরালো সমীকরণ শুরু হয়ে গিয়েছে জার্মানিতে। অ্যাঞ্জেলার চ্যান্সেলর পদও প্রশ্নের মুখে। ডেমোক্র্যাট নেতা আর্মিন ল্যাসচেট জানিয়েছেন, তিনি চান ক্যাবিনেটের সকল সদস্যরাই সক্রিয় থাকুক। তিনি চান না শুধুমাত্র চ্যান্সেলরই সর্বশক্তির অধিকারী হোন। এতদিন কনজারভেটিভ শাসন চলাকালীন অ্যাঞ্জেলাই একমাত্র দলের মুখ ছিলেন, ক্যাবিনেটের অন্যান্য সদস্যদের সক্রিয়তা তেমন ছিল না বললেই চলে। এবার ডেমোক্র্যাট সরকারের ক্ষেত্রে তা হবেনা বলে জানিয়েছে দল।
পুরোপুরি সরকার গঠন হতে একমাস সময় লাগবে। তার আগে অবধি চ্যান্সেলার পদে অ্যাঞ্জেলাই বহাল থাকবেন। তবে ক্রিসমাসের আগেই ডেমোক্র্যাটরা সরকার গঠন করে ফেলবে বলে জানিয়েছেন ডেমোক্র্যাট নেতা ল্যাসনেট। কিন্তু মার্কেলের ক্ষমতার অবসান ইউরোপীয় অর্থনীতিতে বড়ো প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
Published on Monday, 27 September 2021, 12:01 pm | Last Updated on Monday, 27 September 2021, 12:01 pm by Bahok Desk









