Global Ai Conclave
Global Ai Conclave: গ্লোবাল এআই কনক্লেভ, AI টেকনোলজির ভবিষ্যৎ সম্ভাবনা কী? এ বিষয়ে ১৬ ডিসেম্বর বিরাট ইভেন্ট হতে চলেছে, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: “মিশন ইম্পসিবল: ডেড রেকনিং” (Mission Impossible: Dead Reckoning) সিনেমাটি দেখেছেন নিশ্চই? এই সিনেমায় দারুন ভাবে এআই এর সম্ভাব্য ভবিষ্যতের আভাস দিয়েছে, যা মোহিত করেছে দর্শকদের। এই সিনেমায় দেখানো হয়েছে ‘দ্য এন্টিটি’ নামক এক এআই সিস্টেম, যা ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে। এই সিস্টেম মানব সমাজের অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। এ তো গেল কাল্পনিক জগতের কথা, বাস্তবে এআই-এর প্রভাব কেমন হতে পারে? কী বিপ্লব ঘটতে চলেছে এআই এর মধ্যে দিয়ে? ভবিষ্যতেই বা কী কী সম্ভাবনা রয়েছে? বাস্তব জীবন কেন্দ্রীক এআই সংক্রান্ত উল্লিখিত প্রশ্নের উত্তর ও নানান রকমের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে আয়োজন করা হতে চলেছে গ্লোবাল এআই কনক্লেভ (Global Ai Conclave)। এই বিষয়ে বিস্তারে জানতে হলে পড়ুন এই প্রতিবেদন।  

Global Ai Conclave
Global Ai Conclave: গ্লোবাল এআই কনক্লেভ, AI টেকনোলজির ভবিষ্যৎ সম্ভাবনা কী? এ বিষয়ে ১৬ ডিসেম্বর বিরাট ইভেন্ট হতে চলেছে, গ্রাফিক্স: বাহক

এআই-এর ভবিষ্যৎ:  

বিশ্বজুড়ে এআই ইতিমধ্যে এক বিপ্লবের (AI Revolution) সূচনা করেছে বলা যায়। ভারতও এই বিষয়ে পিছিয়ে থাকছে না। আগামী দিনে ভারতে এআই বিপ্লব (Ai Revolution in India) ঘটতে চলেছে। বিশেষ বিষয় হল, আগামী এক দশকে এআই ব্যবহারকারী দেশ হিসেবে ভারত থাকবে সবার উপরে, এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি। যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, ভোটাভুটি কিংবা মানুষের স্বাধীনতার উপর ঠিক কেমন প্রভাব ফেলতে পারে? কিংবা এআই এর ভবিষ্যৎ সম্ভাবনা কী? তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। 

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ভারতে হতে চলেছে এআই কেন্দ্রীয় ইভেন্ট: 

বিভিন্ন দেশের সরকারগুলি এআই টেকনোলজির জটিলতাগুলি খুঁজে বের করার চেষ্টা করছে। এই টেকনোলজি উন্নত করার জন্য অবশ্যই দেশের পলিসি মেকার, শিল্পপতি থেকে শুরু করে স্টেকহোল্ডারদের এগিয়ে আসতে হবে। আগামী দিনে এআই আমাদের সমাজে কী প্রভাব ফেলতে পারে, সেই নিয়ে যে গভীর আলোচনার প্রয়োজন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই! আর এই মর্মেই CNBC-TV18 এবং মানিকন্ট্রোলের সহযোগিতায় গ্লোবাল এআই কনক্লেভ (Global Ai Conclave) নামক ইভেন্টের আয়োজন করতে চলেছে পালো অল্টো নেটওয়ার্কস (Palo Alto Networks)। 

Global Ai Conclave
Global Ai Conclave: গ্লোবাল এআই কনক্লেভ, AI টেকনোলজির ভবিষ্যৎ সম্ভাবনা কী? এ বিষয়ে ১৬ ডিসেম্বর বিরাট ইভেন্ট হতে চলেছে, গ্রাফিক্স: বাহক

আগামী ১৬ই অক্টোবর সন্ধ্যা ৮.৪৫ নাগাদ ব্যাঙ্গালুরু শহরের জে.ডব্লিউ ম‍্যারিওটে (JW Marriott in Bangalore) আয়োজন করা হয়েছে গ্লোবাল এআই কনক্লেভ ইভেন্ট (Global Ai Conclave)। এই ইভেন্টে উপস্থিত থাকবেন বিশ্বের জনপ্রিয়তা সব ইনফ্লুএনসার থেকে শুরু করে ভারতের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিন বক্তা হিসেবে থাকবেন, কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, ডিপলার্নিং.এআই এর প্রতিষ্ঠাতা ড. অ্যান্ড্রু এনজি, সহ আরো অনেক বিশিষ্টজন। আগামী দিনে এআই এর সম্ভাবনা, এআই এর জটিলতার খোঁজ করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে। 

Little Boy gifts Phone to House Help Viral News: প্রথম পুরস্কারের অর্থ দিয়ে রান্নার মাসিকে ফোন উপহার দিল অঙ্কিত! রাতারাতি ভাইরাল এই পোস্ট

 

 

Parliament Security Breach: সংসদে ২ নয় বরং ৩ জন ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিলেন! শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল ললিতের, নেপথ্যের কারণ কী? জানুন বিশদে

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

 

 

 

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)