বাহক নিউজ় ব্যুরো: জীবন যতই এগোচ্ছে তারই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মানসিক অবসাদ এবং চাপ । আর এই মানসিক চাপের কারণেই দেখা দিচ্ছে নানা রকম শারীরিক সমস্যা। যার মধ্যে একটি হলো চুল পড়ার সমস্যা । অল্প বয়সে টাক পড়ার সমস্যায় জেরবার লোকের সংখ্যা নেহাত কম নয়। বিভিন্ন শ্যাম্পুর বিজ্ঞাপন প্রচার দেখলেই তা বোঝা যায়। তবে এর স্থায়ী সমাধান এখনো অধরা।
তবে এবার বড় সমাধান নিয়ে এলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু গবেষক। সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত হয়েছে তাদের এই গবেষণা পত্রটি । জানা গেছে দীর্ঘদিন ধরে এই বিষয়ে গবেষণা চালাচ্ছেন তারা। গবেষকরা জানিয়েছেন মানসিক চাপের কারণে চুল পড়ার সমস্যা বাড়তে থাকে ।এর পেছনে রয়েছে একটি হরমোনের অভাব। চুল পড়তে থাকলে তা আরো বাড়ে তখন এই হরমোন আরো অবদমিত হয় । আর অল্প বয়সে পড়ে টাক।
গবেষকরা জানিয়েছেন এই চুল পড়ার সমস্যা সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব এবং শুধু তাই নয় নতুন চুল গজাতেও সাহায্য করবে তাদের আবিষ্কৃত একটি প্রোটিন মলম। GAS6 নামের একটি প্রোটিন থেকে তৈরি এই মলমটি চুল পড়া সমস্যার স্থায়ী সমাধান করতে পারবে বলেই জানিয়েছেন তারা। কবে বাজারে আসতে চলেছে এই মলম? হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন তারা এই বিষয়ে এখনই কোনো তাড়াহুড়ো করতে চান না। এই সমস্যার সমাধান আবিষ্কার হয়েছে ঠিকই কিন্তু পরীক্ষা পর্ব এখনো সম্পন্ন হয়নি।
আপাতত এই মলমটি দিয়ে পরীক্ষা চালানো হচ্ছে ইঁদুরের শরীরে ।এক্ষেত্রে যদি পরীক্ষা সফল হয় তাহলে আগামী দিনে তা বাজারজাত করার চিন্তা-ভাবনা করবে তারা। তবে চুল পড়া সমস্যায় ভোগা মানুষের এবার কিছুটা আশায় বুক বাঁধতে পারেন বলেই মনে করা হচ্ছে কারণ গবেষকদের আশা খুব দ্রুত এই মলম বাজারজাত করতে পারবেন তারা।