Gujarat Lightning-Unseasonal Rainfall
Gujarat Lightning-Unseasonal Rainfall: অকাল বর্ষণে বিপর্যস্ত গুজরাট! বাজ পড়ে এক রাতে মৃত ২০, ক্ষয়ক্ষতি বিশাল, গ্রাফিক্স: বাহক

Bahok News Bureau: চলতি বছরের ২৬শে নভেম্বর রবিবার গুজরাতে (Gujarat) অসময়ে বৃষ্টির কারণে বজ্রপাতে মৃত্যু ঘটে ২০ জনের৷ এই অসময়ের বৃষ্টিতে (Unseasonal Rainfall) বিপর্যস্ত গুজরাতের কিছু অংশ। সরকারী সূত্রে জানা গেছে বৃষ্টি এবং বজ্রপাতের (Gujarat Lightning) কারণে গুজরাতের বিভিন্ন জেলা থেকে এই মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ তিনি রবিবার রাতে এক্স-এ একটি পোস্টে বলেন, “গুজরাটের বিভিন্ন শহরে খারাপ আবহাওয়া এবং বজ্রপাতে (Gujarat Lightning) বহু লোকের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। অপূরণীয় ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করছি। স্থানীয় প্রশাসন ত্রাণ কাজে নিয়োজিত রয়েছে ৷ আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে।”

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

এসইওসির তথ্য অনুযায়ী

স্টেট এমারজেন্সি অপারেশন সেন্টারের (SEOC) এক আধিকারিক জানিয়েছেন, দাহোদ জেলায় চারজন, ভারুচে তিনজন, তাপিতে দুইজন এবং আহমেদাবাদ, আমরেলি, বানাসকাঁথা, বোটাদ, খেদা, মেহসানা, পঞ্চমহল, সবরকাঁথা, সুরাট, সুরেন্দ্রনগর এবং দ্বারকায় একজন করে মারা গেছেন। মূলত, রবিবারই রাজ্যের এসইওসি কেন্দ্রের কন্ট্রোল রুমের তরফে জানানো হয়েছে, রাজ্যে বৃষ্টির কারণে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে দাহোদ জেলায়৷ ইতিমধ্যেই গুজরাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সুরাট, সুরেন্দ্রনগর, খেদা, তাপি, ভরুচ এবং আমরেলি জেলায় ১৬ ঘণ্টার মধ্যে ৫০ থেকে ১১৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিক জীবনকে ব্যাহত করেছে। এমনকি এই অসময় বৃষ্টির (Unseasonal Rainfall) কারণে গুজরাতের বিভিন্ন অংশে ফসলের ক্ষতির পাশাপাশি একাধিক কারখানা বন্ধ রাখতে হয়েছে৷ প্রায় ৩৯টি পশু মারা যাওয়ারও খবর পাওয়া গেছে।

আইএমডি সূত্র অনুযায়ী

আবহাওয়া দফতর (Meteorological Department) সূত্রে খবর, উত্তর-পূর্ব আরব সাগর এবং তৎসংলগ্ন সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে অবস্থিত একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কারণে অসময়ে এই বৃষ্টিপাত হচ্ছে। চলতি বছরের ২৮শে নভেম্বর পর্যন্ত দক্ষিণ গুজরাত এবং সৌরাষ্ট্রের ভাবনগর-আমেরলি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: Rinku Singh : একসময় ছিলেন ঝাড়ুদার, আর আজ একজন বিখ্যাত ক্রিকেটার! ৯ বলে হাঁকালেন ৩১ রান! কীভাবে সম্ভব হল?

আরও পড়ুন: 26/11 Mumbai Attack: হায় রে কর্তব্য! মুম্বাই ২৬/১১ জঙ্গী হামলার ‘বলি’ জেসমিনের বাবা সুরক্ষা দিয়েছিল আজমল কাসাবকে, জানুন পুরো ঘটনা

 

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)