বাহক নিউজ় ব্যুরো: পুজোর আগে ফের একবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিল। শনিবার রাতের মধ্যেই বাংলার উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘গুলাব’। পরিস্থিতি মোকাবিলার জন্য সতর্কতা অবলম্বন করছে রাজ্য প্রশাসন।
‘গুলাব’ এই নামকরণটি করেছে পাকিস্তান। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে গুলাব। আজ রাতে গুলাব ভয়ংকর রূপ নিতে পারে। শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাষ দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।
আবহাওয়া দফতর থেকে আরো জানানো হয়েছে, বাংলার উপকূল ছুঁয়ে পশ্চিম দিকে অর্থাৎ ওড়িশার দিকে যাবে ‘গুলাব’। বিশাখাপত্তনম এবং গোপালপুরের মাঝে কলিঙ্গপত্তনমে রবিবার অর্থাৎ আগামীকাল বিকালে আছড়ে পড়তে পারে।
অবশ্য আবহাওয়াবিদদের একাংশের দাবি, পশ্চিমবঙ্গে গুলাবের প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম। তাদের দাবি, উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে এবং পাশ্ববর্তী জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে।
রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়ের সংকেত আগেই পেয়েছিলে প্রশাসন। তাই বিভিন্ন জেলায় বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি আছে। কলকাতা পুলিশের গড়া বিশেষ টিমে রয়েছেন কলকাতা পুরসভা, দমকল ও CESC, পূর্ত দফতরের প্রতিনিধিরা। কলকাতা পুরসভার তরফে নৌকা ও ক্রেন মজুত রাখা হচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা হচ্ছে।