বাহক নিউজ় ব্যুরো : রাজ্যে গুটকা ও পান মসলার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক বছর বাড়ানোহল। সোমবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে। নির্দেশিকায় বলা হয়েছে ৭ নভেম্বর থেকে বাংলায় গুটকা পান মশলা প্রভৃতি তামাকজাত দ্রব্য উৎপাদন, বিক্রি, সংরক্ষণ এবং সেবন নিষিদ্ধ।
আপাতত এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । নিষেধাজ্ঞায় জানানো হয়েছে জনসাধারণের স্বাস্থ্যেরর কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । গত বছরেও গুটখা ও তামাকজাত পান মশলা নিষিদ্ধ করা হয়েছিল, সেই মেয়াদ শেষের আগেই নতুন নির্দেশিকা জারি করা হলো। আগামী ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য গুটখা ও তামাকজাত পণ্যের উৎপাদন, মজুত ও বিক্রি নিষিদ্ধ করা হলো। নির্দেশিকায় সই রয়েছে পশ্চিমবঙ্গের খাদ্য সুরক্ষা দপ্তরের ডিরেক্টর তপন কান্তি রুদ্রের।
তবে তামাকজাত দ্রব্য ব্যবহারের ওপর আগেই বিধিনিষেধ জারি থাকলেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে তামাক জাতীয় দ্রব্য বিক্রি। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ২০১৩ সালের ২৩ শে এপ্রিল রাজ্যে নিষিদ্ধ হয় এরপর ধাপে ধাপে তা বাড়ানো হয়।
Published on Wednesday, 27 October 2021, 4:15 pm | Last Updated on Wednesday, 27 October 2021, 4:15 pm by Bahok Desk









