Bahok News Bureau: চলতি বছরের ৭ই অক্টোবর থেকে গাজায় চলছে ইসরায়েল ও হামাসের যুদ্ধ (Hamas Israel War)। জানা গেছে যে, মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধে এখনো পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা ১২০০এর বেশি। লাগাতার বোমা হামলায় গাজার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। হাসপাতালগুলোতে বিদ্যুৎ ও জলের সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছিলেন যে, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে, তবে শুক্রবার থেকে চার দিনের জন্য যুদ্ধবিরতি হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের জন্য যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় চলতি বছরের ২৪শে নভেম্বর থেকে চারদিন গাজায় কোনো বোমা হামলা হবে না।

হামাস জিম্মি ইসরায়েলিদের মুক্তি দিতে সম্মত হয়েছে এবং নেতানিয়াহু সরকার ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তি দিতে সম্মত হয়েছে। চারদিনের এই যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, মোট ৫০ জন জিম্মি ও ১৫০ ফিলিস্তিনি (Palestinians) কারাবন্দির মুক্তির কথা রয়েছে, তবে ইসরায়েল জানিয়েছে, হামাস যদি দিনে অন্তত ১০ জন করে জিম্মিকে মুক্তি দেয়, তাহলে এ যুদ্ধবিরতি বাড়ানো সম্ভব। তবে, দুপক্ষই জানিয়েছে, যুদ্ধবিরতি শেষে যুদ্ধ আবার পুরোদমে শুরু হবে। হামাস ৫০ জন জিম্মিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। হামাস মুক্তি দিয়েছে ২৪ জিম্মিকে, যার মধ্যে রয়েছে ১৩ জন ইসরায়েলি, ১০ জন থাই এবং একজন ফিলিপিনো নাগরিক এবং এর বিনিময়ে ইসরায়েলও ৩৯ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিয়েছে। তারপরে যুদ্ধের সমাপ্তির কথা বলা হচ্ছে।

Advertisements
Appy Family Salon AD Banner Use Code to get Discount

ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে (Hamas Israel War)শান্তির আশা আছে বলে মনে হচ্ছে। সঙ্কট-বিধ্বস্ত গাজা (Gaza) উপত্যকায় মানবিক সাহায্যও পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমানে এই সংঘাত বন্ধের জন্য সারা বিশ্বে আবেদন করা হচ্ছে। যুদ্ধ থামার প্রথম দিনেই গাজায় মানবিক সহায়তাসহ ১৩৭টি ট্রাক পাঠানো হয়েছে। সংঘাত শুরু হওয়ার পর এটাই সবচেয়ে বড় মানবিক সহায়তা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে যেসব জিম্মিদের সশস্ত্র গোষ্ঠী হামাস মুক্তি দেবে তার একটি তালিকা হাতে পেয়েছে ইসরায়েল। শনিবার ১৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে, তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: Rajasthan Assembly Election 2023: রাজস্থানে শুরু হয়েছে বিধানসভা ভোট! দ্বিতীয়বার কুর্সিতে ফিরছে কারা, বিজেপি না কংগ্রেস? জানুন বিস্তারিত

আরও পড়ুন: China Pneumonia Virus: চিনে ফের ছড়াচ্ছে মারণ রোগ! কড়া নজর রাখছে ভারত! জানুন বিস্তারিত

 

পড়ুন: বাহক ঈদ সংখ্যা ২০২৩

পড়ুন: বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন ১৪২৯ 

PDF টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন – বাহক ঈদ সংখ্যা ২০২৩

ঈদ সংখ্যা কেমন লাগলো, ফেসবুক পেজ ছাড়াও নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনার নাম দিয়ে মতামত দিতে পারেন।

এছাড়াও আমাদের পূর্বে প্রকাশিত কিছু সংখ্যা সমূহের Pdf নিচে দেওয়া হল।

[PDF] বাহক শারদীয়া সংখ্যা (১৪২৮)

[PDF] বাহক শারদীয়া সংখ্যা / পুজো ম্যাগাজিন (১৪২৯)

Published on Saturday, 25 November 2023, 1:38 pm | Last Updated on Friday, 8 December 2023, 11:20 pm by Bahok Desk