বাহক নিউজ় ব্যুরো: আমাদের এই মহাকাশ বিস্ময় ও আশ্চর্যে ভরপুর। তার অতুলনীয় সৌন্দর্য আমাদের বারবার মুগ্ধ করে। মহাকাশের অতুলনীয় দৃশ্য আমাদের মানবকূলকে বিস্মিত করে তোলে সেই সাথে দেয় এক স্বর্গীয় অনুভূতি।
সম্প্রতি এমনই এক বিস্ময়কর ছবি শেয়ার করেছে নাসা। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত মহাকাশ সম্পর্কিত বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে এই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। সম্প্রতি এই মহাকাশ গবেষণা সংস্থা যে ছবি শেয়ার করেছে , তার ক্যাপশনে উল্লেখ করা হয়েছে ‘হ্যান্ড অফ গড’।
মহাকাশের গভীর কালো রঙের পটভূমিতে একটি সোনালী রঙের রূপরেখা দেখা দিয়েছে। বিস্ময়কর এই রূপরেখাকেই ভগবানের হাত বলে উল্লেখ করা হয়েছে কারণ একে সামনে থেকে দেখলে একে হাতের মতোই দেখতে লাগে। মনে হবে একটি ফাঁকা জায়গা থেকে হাতের সদৃশ।কিছু বেরিয়ে আসছে। মনে হবে কেউ যেন আশীর্বাদ করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে।
এ ব্যাপারে নাসা ব্যাখা করে বলেছে, এই সোনালী কাঠামো টি একটি নীহারিকা। এর চারপাশে রয়েছে অজস্র ধূলিকণা। তারার বিস্ফোরণের কারণেই কণাগুলি জমাট বেঁধে অমন দেখাচ্ছে। PSR B1509-58 নামে এই পালসারটি পরিচিত। প্রায় ১৯ কিমি ব্যাসার্ধের এই পালসারটি প্রতি সেকেন্ডে ৭ বার ঘুরছে। পৃথিবী থেকে প্রায় ১৭ হাজার আলোকবর্ষ দূরের এই নীহারিকা দেখে বিস্মিত নেটিজেনরা।
নাসার প্রকাশিত এই ছবিটি দেখে অনেকেই এটাকে ‘মিডাসের হাত’ বলেছেন। এক ব্যক্তি তার কমেন্টে লিখেছেন, রূপকথার এক রাজা ছিল যার ছোঁয়ায় সবকিছু সোনায় রূপান্তরিত হয়ে গিয়েছিল, এ হয়তো তারই হাত। তবে নাসা এর নাম দিয়েছে ‘হ্যান্ড অফ গড’।